পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
আমি এত অস্থির হতাম না, যদি না এটা সাকিবুলের দলের খেলা না হত।
ঘটনা পড়তে ও বিশ্লেশন করতে ভিতরে আসুন।
ইউকেতে কেহ থাকলে প্লিজ সাকিবুলকে একটা ফোন দিন।
-
-
-
-
-
-
-
-
-
-
সাকিবুলের কাউন্টি দল ওয়ারচেস্টাশায়ার।
৯ তারিখে শুরু হয় গ্লামারগান এর সাথে খেলা। ৪ দিনের ম্যাচ। ১ম ইনিংসে গ্লামার করে ৩৬৯ জবাবে ভালই করতে থাকে সাকিবুলের দল। তারা যখন ৮ উইকেট হারিয়ে ৩৫০ রানে পৌছে তখন টিমের ক্যাপ্টিন বিজ্ঞ বিক্রম সোলান্কি ইনিংস ডিক্লেয়ার ঘোষনা করে। ক্রিজে তখন ওপেনার মিসেল ১৬৫ রানে অপরাজিত।
আমার মাথা তখন চরক গাছের মত ঘুরতে থাকে। আমি কিছুতেই অন্ক মেলাতে পারিনি কেন এই ডিক্লিয়ার??? ৪ দিন শেষে যখন সাকিবুলের দল ২৪১ রানে হারল এবং সোলান্কি সাহেব অবসর নিল তখন বুঝতে পেরেছেলাম ডিক্লেয়ারের কারণ। Click This Link
এটা ত গেলো পোরোনো কাহিনি। আজকের কাহিনিতে আসেন।
আজকের কাহিনি আমাকে বুঝাতে পারলে পুরুস্কার দিব।
কাহীনির সুত্রপাত ২৫ তারিখ থেকে যখন শুরু হয় ৪ দিনের ম্যাচ। প্রতিপক্ষ নর্থহামটনশায়ার। ১ম দিন বৃস্টির কারণে কয়েক ওভার খেলা হয়, ২য় দিন কোন খেলাই হয় না, তৃতীয় দিন নর্থহামটনশায়ার তাদের ১ম ইনিংসে ৯ উইকেটে ৩৮৫ করে ইনিংস ডিক্লেয়ার করলে আম্পেয়ারগনও ৩য় দিনের খেলা শেষ করেন। আজ চতুর্থ দিন। খেলা নিশ্চিত ড্র।
কারণ এখনো ওভয় দলের ৩ ইনিংস বাকি। ব্যাট করতে নামে সাকিবুলের দল। বীরের মত ব্যাট করতে থাকে দুই অপেনার। আর ঘটনা তখনই শুরু হয়। মাত্র ৫ ওভারে যখন বিনা উইকেটে ৪৫ রান তখনই তাদের ক্যাপ্টিন আবার ইনিংস ডিক্লেয়ার ঘোষনা করেন।
ফলে তাদের ফলোআনে আবার ব্যাট করতে নামতে হয়। এবার তারা ২১ রানে ২ উইকেট ৪৬ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে এখন তারা নিশ্চিত হারের মুখে। আমাকে বুঝাতে হবে কেন এই ইনিংস ডিক্লেয়ার ডেয়া হলো???????
Click This Link
বি.দ্র. ওয়ারচেস্টাশায়ার এখন ডিভিশন টু ২০১০ এর সিরিয়ালে ৪ নম্বরে আছে। সামনে খেলা আছে আর মাত্র তিনটি। আজকে হেরে গেলে তারা ৬ নম্বরে নেমে যাবে।
ড্র থাকলে ৪ নম্বরেই থাকবে। জেতা অসম্ভব।
আমার কোন আফসোসই থাকত না, যদি না সাকিবুল এই দলে থাকত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।