আশায় বুক বেধে ছিলাম , রয়েছি , চিরকাল থাকব। মহাকাশে ঘুরে বেড়ানো রহস্যময় বস্তু ধূমকেতু। এর আদ্যোপান্ত জানতে জ্যোতির্বিজ্ঞানীদের চেষ্টার শেষ নেই। আজও এর রহস্য ভেদ করা সম্ভব হয়নি; যদিও এরই মধ্যেই সন্ধান মিলেছে অনেক ধূমকেতুর। এখন সেই বহরে যোগ দিয়েছে আরেকটি ধূমকেতু।
রাশিয়ার শৌখিন জ্যোতির্বিজ্ঞানী আরটিওম নোভিচোনোক সেটির সন্ধান পেয়েছেন। পেট্রোজাভোদস্ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র নোভিচোনোক কার-দার মানমন্দিরে চলতি মাসে মহাকাশের তোলা ৬টি ছবি বিশ্লেষণ করে ধূমকেতুটির সন্ধান পান। শূন্য দশমিক ৪ এম জিগিত টেলিস্কোপের সাহায্যে ছবিগুলো তোলা হয়েছিল।
ধূমকেতুর নাম দেয়া হয়েছে পি/২০১১ আর৩ (নোভি-চোনোক)। ১৯৮৯ সালের পর রাশিয়া থেকে জ্যোতির্বিজ্ঞানীরা এই প্রথম নতুন কোনো ধূমকেতুর সন্ধান পেলেন।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়ন নোভিচোনোকের এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে গতকাল বিস্তারিত প্রকাশিত হয়েছে রাশিয়ার জ্যোতির্বিজ্ঞান বিষয়ে জনপ্রিয় ওয়েবসাইট অ্যাস্ট্রোনেটে।
ধূমকেতুর অবস্থানটি নিশ্চিত হওয়ার পর জ্যোতির্বিজ্ঞানীরা তার গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। তারা এর উজ্জ্বলতাও নির্ণয়ে সক্ষম হয়েছেন। বৃহস্পতি গ্রহ যে এলাকায় অবস্থান করছে, সেখান থেকে কয়েক ডিগ্রি দক্ষিণ-পশ্চিম দিকে সিটাস নক্ষত্রপুঞ্জে ধূমকেতুটি অবস্থান করছে।
সুত্রঃ Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।