ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) গ্রাম এলাকায় এখনও মানুষের বাড়িতে নানা ধরনের পশুপাখি পালন করতে দেখা যায় । হাস-মুরগী , গরু-ছাগল , ভেড়া- মহিষ , কবুতর , এমনকি অন্যান্য বন্য পশু পাখিও পালন করতে দেখা যায় , যেমন সাপ , বেজি , টিয়া ,ঘুঘু , আরও অনেক ধরণের ..। এগুলোর বেশির ভাগই খুবই উপকারি ,, এই সব পশুপাখির উপর নির্ভর করে আবার অনেকের সংসার ও চলছে ,, আসুন সবাই মিলে এইসব উপকারী পশুপাখি দেখি ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# এইসব পশু পাখি মানুষের কল্যানে নিজেদের উৎসর্গ করেছে নির্দ্বিধায় ,,, অথচ আমরা মানুষের স্বজাতি হয়েও মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দিতেও কুণ্ঠিত হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।