আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন ধরণের গৃহপালিত পশু/পাখির ছবি নিয়ে সুমন্টোগ্রাফির আরও একটি আয়োজন !!!

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) গ্রাম এলাকায় এখনও মানুষের বাড়িতে নানা ধরনের পশুপাখি পালন করতে দেখা যায় । হাস-মুরগী , গরু-ছাগল , ভেড়া- মহিষ , কবুতর , এমনকি অন্যান্য বন্য পশু পাখিও পালন করতে দেখা যায় , যেমন সাপ , বেজি , টিয়া ,ঘুঘু , আরও অনেক ধরণের ..। এগুলোর বেশির ভাগই খুবই উপকারি ,, এই সব পশুপাখির উপর নির্ভর করে আবার অনেকের সংসার ও চলছে ,, আসুন সবাই মিলে এইসব উপকারী পশুপাখি দেখি ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# এইসব পশু পাখি মানুষের কল্যানে নিজেদের উৎসর্গ করেছে নির্দ্বিধায় ,,, অথচ আমরা মানুষের স্বজাতি হয়েও মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দিতেও কুণ্ঠিত হয়

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.