হা হা হা পায় যে হাসি!!!
এটা ফিরে দেখা সিরিজের সবচেয়ে ফাঁকিবাজি পোস্ট। এমনিতেও আমার ফিরে দেখা পোস্টগুলিতে আমার চেয়ে অন্য ব্লগাররাই বেশি তথ্য সরবরাহ করেন। এখানে আমি কোন তথ্যই দিচ্ছি না। সব তথ্যই ব্লগারদের কাছ থেকে নেওয়ার ইচ্ছা।
ঢাকার ফুটবলের স্বর্নযুগ বলা যেতে পারে ১৯৭২ থেকে মোটামুটি ৯০ সাল পর্যন্ত।
এই সময়কার আবাহনী-মোহামেডানের উম্মাদনা যারা দেখেছেন তো দেখেছেনই। আর যারা দেখেননি, তারাও মোটামুটি চাচা, মামা, বড় ভাইদের মুখে শুনে একটা ধারনা হয়ে যাবার কথা। আমি শুধু বলব - আবাহনী আর মোহামেডানের ম্যাচের দিন দুইভাগ হয়ে যেত পুরো দেশ আর খেলা চলাকালীন সময় রাস্তাঘাটের অবস্থা হত রমজান মাসের ইফতারির সময়টার মত নীরব। আহা, সেই সব দিন!
কুইজের নিয়ম কি? কোন নিয়ম নাই। কোন পয়েন্ট-ফয়েন্টের বাহুল্য নাই।
শুধুমাত্র মজার জন্য খেলবেন। আমি পাঁচটা প্রশ্ন দিয়ে শুরু করছি। আপনি প্রশ্নগুলির জবাব দিতে পারেন, নিজেও অন্য ব্লগারদের উদ্দেশ্যে নতুন প্রশ্ন ছুঁড়ে দিতে পারেন। নতুন প্রশ্ন দিতে হলে আগের প্রশ্নগুলির ফয়সালা হয়ে যেতে হবে, এমন কোন ব্যাপারও নাই। জাস্ট আপনার ইচ্ছামত খেলতে থাকুন।
আপনিই খেলোয়াড়, আপনিই কুইজ মাস্টার।
তবে আপনি যখন কোন প্রশ্নের উত্তর দিবেন, অবশ্যই ওই উত্তরটার আশেপাশে যত তথ্য আপনি জানেন, সবই উল্লেখ করবেন যাতে একটু কমবয়সী ব্লগাররা পুরো ব্যাপারটা সম্বন্ধে একটা ধারনা পায়।
একইভাবে আপনার করা প্রশ্নের সঠিক উত্তর দেয়া হয়ে যাবার পর আপনি সেই প্রশ্নের আশেপাশের সব তথ্য দিয়ে দেবেন। মোটকথা, এই পোস্টে যেন কুইজের চেয়ে বেশি ঢাকা লীগের ইতিহাসচর্চাই বেশি হতে পারে।
আপনার দেয়া কোন তথ্য একদম শতভাগ নির্ভুল হতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নাই।
এমনকি আমার দেয়া তথ্যগুলির নির্ভুলতাও আমি দাবি করি না কারন স্মৃতি প্রায়ই বিভ্রান্ত করে। আমরা একজন ভুল তথ্য দিলেও অন্যরা এসে নিশ্চয়ই ঠিক করে দিবে।
শুরু করি এবার -
১) বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি গোল কে করেছেন এবং কয়টি?
সুত্রঃ তিনি ৮৩-৮৪ সালের দিকে খেলা ছেড়ে দেন।
উত্তরঃ আশরাফউদ্দিন চুন্ন, ২৪টা গোল।
২) লীগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোল কার?
উত্তরঃ সালাম মুর্শেদী, ২৭ গোল, ৮২ বা ৮৩ সালে
৩) প্রথম বিভাগ লীগকে ভেঙে কবে প্রিমিয়ার লীগ বানানো হয়?
৪) আবাহনী ক্লাবের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ ইকবাল স্পোর্টিং ক্লাব (যদি আমি জানতাম ইস্কাটন সবুজ সংঘ, ভুল জানতাম বলে মনে হচ্ছে)
৫) বাংলাদেশের জাতীয় দল প্রথম আন্তর্জাতিক কোন শিরোপা জয় করেছিল কবে?
সুত্রঃ আদতে জাতীয় দল হলেও তারা খেলেছিল বাংলাদেশ লাল দল নাম নিয়ে।
উত্তরঃ ব্লগার মামুন হতভাগার তথ্যমতে, বাংলাদেশ লাল দল ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ জিতেছিল,তাছাড়া ১৯৮৫ সালে কায়েদে আজম ট্রফি পাকিস্থানে ১৯৮৫ সালে,বার্মায় ৪ জাতি টুর্নামেন্ট ১৯৯৫ আর ভুটানে ২০০৩ সালে জাতীয় দল ট্রফি জিতেছিল।
পরবর্তী সেটের প্রশ্ন এই পোস্টের ৪৯ নম্বর মন্তব্যে পাওয়া যাবে।
পরবর্তী সেটের প্রশ্ন এই পোস্টের ৮৫ নম্বর মন্তব্যে পাওয়া যাবে।
পরবর্তী সেটের প্রশ্ন এই পোস্টের ১০৯ নম্বর মন্তব্যে পাওয়া যাবে।
পরবর্তী সেটের প্রশ্ন এই পোস্টের ১৩২ নম্বর মন্তব্যে পাওয়া যাবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।