আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক যোগাযোগের আরও কয়েকটি সাইট

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। টেলিফোন, ম্যাসেঞ্জারের যুগ পেরিয়ে এখন সামাজিক যোগাযোগের সাইটগুলোতে আমাদের নিত্য বসবাস। এখানেই আমাদের বন্ধুদের জানাই কোথায় আছি, কী করছি, রাতের খাবারে কী খাচ্ছি-এমন সবকিছুই! আপডেট পোস্ট করি বিভিন্ন সামপ্রতিক ইভেন্টের ওপর এবং আমাদের ভালো লাগা বিভিন্ন আর্টিক্যাল শেয়ার করি। তবে এই সামাজিক যোগাযোগের সাইটগুলোর মধ্যে আমাদের বেশিরভাগের দৌড়ই ফেইসবুক, টুইটার, ফ্লিকার, মাইস্পেস পর্যন্ত। তবে পরিচিত এই সামাজিক যোগাযোগের সাইটের বাইরেও রয়েছে আরও অসংখ্য সামাজিক যোগাযোগের সাইট এবং নানা বিশেষায়িত সাইট।

আপনার রান্না করতে ভালো লাগে? লোকজন কখন কী কিনল সেটা জানতে পছন্দ করেন? বিশ্বব্যাপী ক্ষুধার্ত লোকগুলোকে সাহায্য করতে চান কিন্তু নিজের একার সাধ্যে কুলায় না? এসব প্রতিটি কাজের জন্য আলাদা সামাজিক নেটওয়ার্ক রয়েছে। এমনই বিশেষায়িত সামাজিক যোগাযোগের সাইট নিয়ে এই আয়োজন। ডায়াসপোরা মুক্ত সোর্সভিত্তিক সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগের নতুন একটি ওয়েবসাইট চালু হচ্ছে। ‘ডায়াসপোরা’ নামে এই সাইটে পাওয়া যাবে ফেইসবুকের মতোই নানা ধরনের সুবিধা। জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের বাজারে আনছে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সাইটটি চালু হবে। মুক্ত সোর্স প্রকল্প ব্যবহার করে তৈরি এই সাইটে শুরু থেকে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে ডায়াসপোরা কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের চার তরুণ সাইটটি তৈরিতে মুক্ত সোর্সভিত্তিক একটি ফান্ড তৈরির মাধ্যমে মূলধন জোগাড় করেছে। জানা গেছে, এই ফান্ডে বড় অঙ্কের অর্থ দিয়েছেন ফেইসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। লাস্ট.এফএম সংগীতপ্রেমীদের সামাজিক যোগাযোগের সাইট আপনার প্রতিদিনের শোনা গানের তালিকা, এ পর্যন্ত সর্বাধিক শোনা গান এবং শিল্পীর তালিকা ও সংগীতে আপনার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনলাইনে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করার চমত্কার একটি সামাজিক নেটওয়ার্কিং সাইট হল লাস্ট এফএম।

এখানে গানের কত অংশ শোনার পর এর নাম তালিকায় যুক্ত করতে চান তা নির্ধারণ করে দিতে পারেন। এছাড়াও প্রোফাইলে সর্বশেষ শোনা গানের তালিকা, সপ্তাহ শেষের তালিকা, সর্বাধিক শোনা গান ও শিল্পীর সার্বিক তালিকা দেখা যায়। তবে আপনার পিসির গানগুলোর নাম ও শিল্পীর নাম অবশ্যই সঠিকভাবে ট্যাগ করা থাকতে হবে। ব্লগিমেট সামাজিক ব্লগিং সাইট ব্লগিমেটকে মাইক্রোব্লগ, সাধারণ ব্লগ এবং সোশ্যাল মিডিয়ার সমন্বিত রূপ হিসেবে ধরে নেওয়া যায়। টুইটার এবং অন্যান্য সার্ভিসে ১৪০ বা তার চেয়েও কম ওয়ার্ড যোগ করা যায়, যেখানে ওয়ার্ডপ্রেস, ব্লগস্পট অন্যরা নরমাল ব্লগ লিখতে পারে, সেখানে ব্লগিমেটে ছোট এবং বড় যে কোনো ধরনের ব্লগ লেখার সুবিধা দিয়ে থাকে।

ব্লগিমেটই প্রথম লাইফ ব্লগিংয়ের সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে ভিজিটররা যে কোনো ইভেন্টের সংবাদ সঙ্গে সঙ্গে পাবেন। ফ্রেন্ড এবং ফলোয়ার তৈরি করার সুবিধা নিয়ে ব্লগিমেট মাইক্রোব্লগ এবং নরমাল ব্লগের মধ্যে সেতুবন্ধ রচনা করেছে। ব্যাকস্পেইস ভোজনরসিকদের সামাজিক যোগাযোগ যারা খেতে পছন্দ করেন এবং খাবার বানাতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি বিশেষায়িত নেটওয়ার্ক। এছাড়াও এখানে ভিডিও আপলোড, ব্লগ লিখা, বন্ধুত্ব এবং নিজের রেসিপির ব্যাপারে শেয়ার করতে পারবেন। এছাড়া এই সাইটে ব্যবহারকারী নিজের ইচ্ছামতো ফিচার ডেভেলপ এবং কাস্টমাইজেশনের সুবিধা পাবেন।

যারা রান্না করতে পছন্দ করেন এবং পছন্দ করেন নিজের রেসিপি রান্নার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করতে তাদের জন্য সামাজিক যোগাযোগের একটি অসাধারণ সাইট এটি। ব্লিপ্পি কেনাকাটার দুনিয়া বিশ্বব্যাপী লোকজন কী শপিং করছে তা জানার জন্য আলোচনার জন্য সহজ এবং মজার একটি জায়গা হচ্ছে ব্লিপ্পি। এটি মূলত কাজ করে এভাবে, আপনি কী কেনাকাটা করলেন তা পোস্ট করবেন নির্বাচিত দোকানগুলোর স্ট্রিমে। এদিক থেকে টুইটারের সঙ্গে এটার অনেক মিল। কিন্তু এটা শুধু বিভিন্ন পণ্য বিষয়ক।

এটা আশ্চর্যজনকভাবেই আসক্তিকর যে, আপনার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, প্রিয়জন কী কেনাকাটা করল, কী তাদের পছন্দ। অথবা শুধু অন্যদের পছন্দগুলো ব্রাউজ করে দেখতে পারেন। কিভা মানুষ মানুষের জন্য এই ওয়েবসাইটের মূল আইডিয়াটা কমিউনিটি এবং সোশ্যাল নেটওয়ার্কিংয়ের শক্তি ব্যবহার করে দারিদ্র্য থেকে বের হয়ে আসার জন্য কাউকে সহায়তা করা, বিশ্বব্যাপী গরিব লোকদের সামনে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে তাদের একটি ব্যবসা শুরু করার মতো ফান্ডিং করা যায় বা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায়। এই ফান্ড থেকে লোনও প্রদান করা হয়। এর সর্বনিম্ন লোন হচ্ছে ২৫ ডলার।

কারও স্বপ্নকে সত্যি করার কাজে পৃথিবীর একেবারে দরিদ্রতম এলাকাগুলো যেমন আফ্রিকা, এশিয়া বা দক্ষিণ আমেরিকায় এই ফান্ডিং করা হয়। দেশীয় সামাজিক যোগাযোগ সাইট সম্প্রতি আমাদের দেশে চালু হয়েছে বেশ কিছু সামাজিক যোগাযোগের সাইট। ফেইসবুক বা টুইটার মানের সেবা দিতে না পারলেও এসব সাইটে যোগাযোগ রক্ষার সব ব্যবস্থাই রয়েছে। ফেইসবই অনেকটা ফেইসবুকের আদলে তৈরি এই সাইটে ফেইসবুকের ফার্মভিল, মাফিয়া ওয়্যারের মতো কিছু অ্যাপ্লিকেশন ছাড়া অন্য সব সুবিধাই রয়েছে। হাউকাউ ফেইসবুকে প্রচলিত সুবিধাগুলো রয়েছে এ সাইটে।

ব্যবহারকারী এখানে বন্ধু তৈরির পাশাপাশি চ্যাট, ভিডিও আপলোড এবং গ্রুপ তৈরি করতে পারবেন। সাইটটির নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট উন্নত। মাইলিমেক্স এ সাইটে বন্ধু খোঁজা, তাত্ক্ষণিক বার্তা আদান-প্রদান করা, গ্রুপ তৈরির মাধ্যমে অডিও, ভিডিও এবং যে কোনো ফাইল শেয়ার করা যাবে। এতে সদস্য হয়ে বিনামূল্যে মুঠোফোনের জন্য বিভিন্ন সফটওয়্যার এবং ই-বুক ডাউনলোডের সুযোগ রয়েছে। পৃথিবী বাংলাদেশের সামাজিক যোগাযোগের সাইটগুলোর মধ্যে এতে রয়েছে কিছু বাড়তি সুযোগ।

এখানে নতুন কোনো ‘স্ট্যাটাস’ আপডেট করলে তা ‘পৃথিবী’ নেটওয়ার্কের সব সদস্যের হোম পেজে দেখা যাবে। এ সুবিধা আবার নিয়ন্ত্রণ করে শুধু বন্ধুদের প্রোফাইলেও প্রকাশ করা যাবে। প্রোফাইল পেজের রংও পছন্দমতো পরিবর্তন করা যাবে এখানে। বিডিস্পট সাইটটি থেকে নতুন বন্ধু খোঁজার পাশাপাশি রয়েছে ইন্টারনেটের মাধ্যমে ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ। তবে বন্ধু আমন্ত্রণ, গ্রুপ তৈরি, ছবি আপলোড, ইভেন্ট তৈরি, বন্ধুদের প্রোফাইলে মন্তব্য করে নির্দিষ্ট পয়েন্ট সংগ্রহের মাধ্যমে এ সুযোগ পাওয়া যাবে।

দৈনিক সকালের খবর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.