এখন আলোচনার প্রধান বিষয় হলো ফেইসবুক । শনিবার রাত ৮ টা থেকে ফেইসবুক এ ঢোকা যাচ্ছেনা । এখন কি করবো ? সবার এক চিন্তা ফেইসবুক বন্ধ , এখন কি হবে আমাদের !
আমার কথা হলো ফেইসবুক কি এতো জরুরী ?
সামাজিক যোগাযোগের জন্য তো আরো অনেক সাইট আছে । টুইটার , জি-মেইল , অরকুট , ইয়াহু , হাই-ফাইভ ইত্যাদি তো পি.সি. থেকে ব্রাউজ করা যায় । তো সামাজিক যোগাযোগতো হচ্ছেই ।
আর কি চাই ?
তাছাড়া মোবাইল থেকে ফেইসবুক আগের মতোই ইউজ করা যাচ্ছে । আর ফেইসবুক ও পি.সি থেকে ব্যবহার করা যাচ্ছে । শুধু ফ্রী প্রক্সি নিয়া ঢূকলেই হয় ।
কাজেই যারা ফেইসবুক নিয়া চিন্তিত তাদের বলছি চিন্তা করার মতো কিছু হয়নাই । ফেইসবুক ই সবকিছু না ।
আগে যখন ফেইসবুক ছিলোনা তখনকি মানুষ যোগাযোগ করতোনা ? করতো ।
কারন মানুষ তখন ওতোটা প্রযুক্তি নির্ভর ছিলনা । হাতে লিখে চিঠি দিতো । এখন চিঠি দেয়াটা অনেক সময়সাপেক্ষ ব্যাপার তাই চিঠি না হোক , ই-মেইল তো করা যায় ।
কাজেই , যারা ফেইসবুক নিয়ে চিন্তিতো তাদের বলতে চাই , ফেইসবুক ই সবকিছু নয়।
আরো অনেক কিছু আছে । একটু খুজে দেখুন , অনেক কিছু পাবেন এবং আপনার আপনজনকে আপনার পাশেই পাবেন ।
বিঃদ্রঃ আমার প্রথম পোস্ট । ভূলত্রুটি হলে ক্ষমা করে দিবেন । সবাই ভালো থাকুন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।