বলা হলো, কোন সামাজিক বিষয় নিয়ে লিখতে হবে। তাই এতো আয়োজন। আজ অনেক মূল্যবান সময় ব্যয় করলাম, ভাবলাম, কি লিখা যায়। কিছুই মাথায় আসছে না। তাই ভাবলাম এতো চিন্তা করে লাভ কি? যুদ্ধে নেমে পরার সময় হয়েছে এখন।
বেপার হলো, সামাজিক বিষয়। সমাজ বিষয়্ক কোনও বিষয় যদি হয় সামাজিক বিষয় তাহলে হয়তো কিছুটা সহজ হলো বেপার টা।
সামাজিক বিষয় টানলে অনেক বিষয় চলে আসে। ইদানিং ট্রেন দূর্ঘটনা বেরে গিয়েছে। (এটা কি কোনো সামাজিক বিষয়? জানি না তবে বেপার টা আমাকে হুট করে খুব নাড়া দিলো) আমরা সত্যিই কি তাহলে খুব অসচেতন? আজ যখন আমরা আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে তখনও আমাদের রেল পথ ও ট্রেন চলাচল করে Human traffic system এর উপর।
(সূত্রঃ প্রথম আলো;২৩ জুন'২০০৯, পৃষ্ঠাঃ১৯)
এই যদি হয় আমাদের তথাকথিত ডিজিটাল বাংলাদেশ এর শুরু তাহলে আমরা ২০২১ সাল নাগাদ কতটুকু স্বার্থক হবো তাই এখন দেখার বিষয়।
কুমার আদিত্য
MSJ-316
063012006
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।