সামাজিক প্রতিবেদন
[শাফিক আফতাব]
পথ আর পাথেয় নেই, সত্য আর সততা নেই
মানুষগুলো বিকল্প পথ খোঁজে অর্থ অজনের __
মানুষগুলো অনধিকারে প্রবেশ করে অন্যের ক্ষেতে ;
মানুষের আজ দায় নেই মানবজন্মের।
মানুষগুলো শিল্পচর্চা করে__ বানরের নগ্ননৃত্য,
মানুষ মানুষকে ভৃত্য ভাবে আজ __
বনভূমি উজাড়ের মতোন মানুষরে মনভূমি আজ বিরাণপ্রান্তর
টেকনিক আর কৌশল মানুষের আসল কাজ।
মানুষগুলো সুপ্তবৃত্তি বিকাশের জন্য, প্রান্তিকের অধিকারের জন্য
বইখাতা হাতে নিয়েছিলো
মানুষগুলো আজ কামবৃত্তি চর্চা করে, তৃণমূলের রক্ত চোষে
পশুর আক্রমনের চেয়ে ঢের তাদের ক্রোধ, মানুষ আজ কেমন বন্য !
সৎ রুজিতে জীবনযাপন আজ কতজন করে, কতজন শিক্ষিতজন ?
বানরের মাংস খায়, হারাম খায়, তাদের সবার বেশ্যার বিপণন।
১৮.১২.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।