আমাদের কথা খুঁজে নিন

   

সামাজিক অবক্ষয়

লিখতে পারিনা তাই চেষ্টা করি।

ইভটিজিং শব্দটি নিয়া মিডিয়ার বদৌলতে আজ অনেকেই আমরা মাথা ঘামাই। কিন্তু আমার মতো নগণ্য ব্যাক্তির মাথা না ঘামালেই চলত। তবে রাত দিন যেটা মাথার ভীতর ঘুরপাক খায় তা বলার যায়গা নাই একমাত্র সামু ছাড়া তাই এখানে লিখলাম। যদিও আমি প্রথম পাতায় এক্সেস পাইনি এমনকি মন্তব্য করার অধিকার ও আমার নাই।

আজকাল পত্রিকার পাতায় চোখ বুলাইলে দেখা যায় যে, প্রতিদিন দু-একটা ইভটিজিং এর ঘটনা চোখেপড়ে। আর প্রতিদিন একজন দু'জন ইভটিজার কে ১০/১৫দিন বা ৬মাস ১বছর সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয় কোন কোন ক্ষেত্রে আর্থিক জরিমানা ও করা হচ্ছে। প্রশ্ন হলো তারপরও কেন ইভটিজিং বন্ধ হচ্ছেনা? বরং নির্যাতন আরও ভয়াবহ রূপ ধারন করছে। যেমন হাত পা কেটে দেওয়া, উপর্যুপরি ছুরিকাঘাত করা, মটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা ইত্যাদি। তাহলে কি প্রশ্ন আসেনা যে ইভটিজিং এর যে প্রচলিত শাস্তির বিধান রয়েছে তা আসলে যথেষ্ঠ নয়।

এক্ষেত্রে অবশ্য আমার একটা ঘটনা মনে পড়ল - যখন আমি হাইস্কুলের ছাত্র তখন কোন এক কারনে আমাদের ক্লাসের সব ছাত্র/ছাত্রীকে শাস্তি পেতে হয়েছিল। স্যার কাউকে কান ধরিয়েছিল কাউকে হাতে ৫টা ৬টা করে বেত দিয়ে পিটানি দিয়াছিল। দেখা গেল যে কান ধরেছিল তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর যাকে পিটিয়েছে সে হাসছে। তাই শাস্তি এক একজনের কাছে এক এক রকম ভয়াবহ। তাইবলে জন প্রতি আলাদা শাস্তির বিধান তো করা যাবেনা।

যেটি আমি বলি সেটা হলো শাস্তিটা কি আসলেই ইভটিজারকে শাস্তি দিচ্ছে নাকি তাকে উৎসাহিত করছ। কারন অনেকেই জেল থেকে বের হয়ে আবারও একই ঘটনা ঘটাইতেছে। আপনারা হয়ত অনেকে জানেন যে, লিবিয়াতে কোন লোক সে দেশের সুলতান- কর্ণেল গাদ্দাফি সম্পর্কে কোন সমালোচনা করে না কারন কি জানেন? কারন অনেক আছে তারমধ্যে অন্যতম হলো সরকার বিরোধী কথা হলো সে দেশে দেশোদ্রহীতার সমান অপরাধ। যার শাস্তি হলো ফাঁসি দিয়ে হেলিকপ্টারে করে ঘুরিয়ে সমস্ত দেশবাসিকে দেখানো। যদিও বিষয়টি মানবতা বিরোধী কিন্তু এর ফলে এই অপরাধ দ্বিতীয়বার করার সাহস কেউ পায়না।

আমার বিষয়টা হলো ইভটিজিং ধানবানতে শিবের গীত গাইলাম। একবার ভাবুন আপনি রাস্তা দিয়ে আপনার মা, বোন, স্ত্রী, মেয়ে,বা কোন আত্মীয়াকে নিয়ে যাচ্ছেন আপনার সামনে যদি আপনার ঐ সহযাত্রীকে অপমান বা লাঞ্ছনা করা হয় সেটা শারিরীক বা মানসিক যেটা ই হোক তা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। আর যারা টিজিং করছে তাদের কিন্তু মা-বোন আছে। সুতরাং তারা কেন করছে সেটাও দেখার বিষয়। নিশ্চয় এটা সামাজিক অবক্ষয়।

কেউকেউ আবার মেয়দের পর্দার অভাব টাকে এজন্য দায়ী করছে। তাহলে যারা মাদ্রাসার ছাত্রী বোরকা পরে চলে তারা কেন টিজিং এর শিকার? আমি যেটা মনেকরি দুই একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেমন পা কাটার শাস্তি পা কেটে দিয়ে তাকে অনুধাবন করার সুযোগ দেওয়া যে এই অপরাধ কতবড়। সেই সাথে আশে-পাশের লোকদের শিক্ষা হবে দেখে দেখে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচতনতা আসুন আমরা সবাই সচতন হই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পরিবারের সদস্যদেরকে সচেতন করব যাতে তারা এধরনের অসামাজিক কাজ না করে আর আপনি যদি আপনার পরিবারকে সচেতন করেন তাহলে এ অবক্ষয় রোধ করা সম্ভব।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.