আমাদের কথা খুঁজে নিন

   

অখণ্ড জীবনের গান!

(উৎসর্গ: কমরেড তৌফিক আহমেদ লেমন'কে! আজ তোমার প্রথম মৃত্যুবার্ষিকী ‌''তোমাকে লাল...সালাম!) এই একাকার এক জীবন অনুসঙ্গেরা মরে আহত এই মৃতদের ভস্ম জৈব-জো! জীবনকে করেছে উৎসারিত এই যে তোমার গমন-অংশত আমার রুপান্তর প্রত্যাগত হও- প্রতিপালিত হই! কেন না জীবন ঈশ্বর! জ্ঞান এগিয়ে যায় নি জীবনের দিকে- এখনো সে ব্যাপ্ত পাশে বিখণ্ড ব্যবধানে- যে জীবন সে মূলত আমি ব্যবচ্ছেদের বয়সে এই ইতস্তত ঈশ্বর যেহেতু গাঁইট বাঁধা জীবনীসমগ্র সেহেতু উপড়ে দেয় আমারই নেত্র- আমাকেই... আমারি পুষ্পার্ঘ্য কোন এক অনুকূল যৌগিক জীবনে বয়েস মরে যাবে আমাদের মৃত্যুরা হয়ে যাবে জীবনের শিল্প সুখ সূত্রবদ্ধোতার-সূত্রে বাহুল্য কাঠামো জীবন পীযূষ পাবে... সেই বৃক্ষরাজি পৃথিবীর মৃত্তিকা তলে তুমি যখন শায়িত আমি যেন আমাকেই চাপা দিলাম আমার ভেতর আমরা জীবন- জলের মতো... অবিভক্তে আমাতেই নাইয়িত...! ১২/০৯/২০১১ (রাত+দিন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।