আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু অখণ্ড ইসলামিক একটা রাষ্ট্রকে ভেঙে কি ভুল করেছিলেন? বাংলাদেশ তৈরি হয়েছিল কি ভারত তথা ইন্দিরার কূটনীতিতে?

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি

আমি যে বিদ্যালয়ে পড়াই সেখানে আমার এক সহকর্মীকে সেদিন বলছিলাম আচ্ছা আপনারা মুসলিমরা বাঙালি নাম না রেখে বেশিরভাগ আরবীয় নাম রাখেন কেন? উত্তরে আমার সেই সহকর্মী জানালেন বাঙালি পরিচয়টা তুলনায় ছোট পরিচয়, মুসলিম পরিচয়টাই বড় পরিচয়। সেটাই নামকরণে তাই আগে আসে। সাগর আর পুকুরের তুলনামূলক উপমাও তিনি এ প্রসঙ্গে ব্যক্ত করলেন। আমি তখন তাকে বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন বাংলাদেশের মানুষ ভুল করেছে।

ইন্দিরার ক্রীড়নক হয়ে গেলেন মুজিব। ইন্দিরার চালে চলে বাংলাদেশ করে সেখানকার মানুষ ভুল করল। অখণ্ড একটা ইসলামিক রাষ্ট্রকে ভাঙা উচিৎ হয় নি। আমি বললাম এ তো অনেকটা জামাত এর যুক্তির কাছাকাছি যাচ্ছে। তিনি বললেন, জামাত কিছু বাড়াবাড়ি করে থাকতে পারে, হত্যা ইত্যাদি, কিন্তু তাদের যুক্তিটাই সঠিক ছিল।

আমি খানিক হতাশ হলাম তার ভাবনার ধরণ দেখে। কিন্তু এও ভাবলাম গণতন্ত্রে সব মত সব যুক্তিই খোলামেলা ভাবে আলোচনা হওয়া উচিৎ। তাই বললাম, এ বিষয়ে 'এটলিস্ট উই এগ্রি টু ডিসএগ্রি'। ভিন্নমতের অধিকার রক্ষিত হোক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.