আমাদের কথা খুঁজে নিন

   

জগতের সকল প্রানী সমান, কেউ কেউ অন্যদের চেয়ে বেশী সমান।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। All animals are equal, but some animals are more equal than others -Animal Farm, by George Orwell. Establishing justice is important to any society, but sometimes justice seems to be continually elusive. Just what is 'justice' and what do we need to do in order to ensure that it exists? Some might argue that 'real' justice does not and cannot exist in a society where people have differing levels of power — that the most powerful will always exploit the weakest members. Origin of justice. -- Justice (fairness) originates among those who are approximately equally powerful ....... - Friedrich Nietzsche, Human, All Too Human, #92 আপনারা অন্য কিছু ভাবলেন কি ভাবে? বংগবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বলে গেছেন মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। সেই হত্যার দায় অধ্যাপক গোলাম আজম কতক অংশে বহন করেন? বংগবন্ধু, তাঁর একান্ত পরিবার ও তাঁর স্বজন সহ হত্যা কর হয় মোট ১৬ জনকে। আর সেই ১৬ জনের হত্যার দায়ে ৫ জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদন্ড কার্যকর করা হয়ে গেছে। অধ্যাপক গোলাম আজম জড়িত ছিলেন ত্রিশ লক্ষ রাম শ্যাম যদু মধু হত্যার সাথে। ৫ জন বীর মুক্তি যোদ্ধা জড়িত ছিলেন সমাজের অত্যন্ত ক্ষমতাশালী পরিবারের ষোলো জন (খেদমতগার সহ )সদস্যদের হত্যার সাথে। তা না হলে কারাগারে বসে আগামী বছরে কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদুত হওয়া যায় তা নিয়ে আলাপচারিতায় মগ্ন থাকতেন তারা এখন। তিরিশ লাখ আম জনতা কখনোই ১৬ জন সম্ভ্রান্তের সমান হতে পারেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.