নতুন লেখক তাই শুরু করতে চাই ধীরে। লেখক বললে বেশী হয়ে যায়, বরং বলি "হুজুগে বাঙালীর খেয়াল''।হয়ত সবসময় হুজুগ মাথা চাড়া দেবে না তবুলিখতে চাই। লিখে আমার কথা বলতে চাই, ক্ষোভ-দুঃখ-সুখ-আনন্দ বেদনা - সব নিয়ে লিখতে চাই, তা সে ভুলভাল যাই হোক। এটা আমার পৃথিবী আমার জগত , এখানে আমি স্বাধীন - মন খুলে কথা বলতে চাই, তাই এটার নাম রেখেছি "চিত্ত যেথা ভয় শূণ্য"। নির্ভয়ে কথা বলব, যেন নিজের সাথে কথপকথন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।