হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না
অপু বিশ্বাস চিৎকার করল, - শয়তান, তুই দেহ পাবি কিন্তু মন পাবি না। মজাও পাবি না।
এই ডায়লগ শুনে মিছা সওদাগর আলিফ লায়লা মার্কা হাসি দিয়ে বলল,- মজা পাই কিনা সেইটা পরে, আগে চেখে তো দেখতে দিবি।
- শয়তান.....লম্পট.....প্রতারক.....রাজাকার...যুদ্ধপরাধী......
- হাহাহা সুন্দরী, আমি অত খারাপ নই গো। এসো না একটু এঞ্জয় করি।
আমি মজা পাব, তুইও পাবি..
এই বলে সওদাগর অপু বিশ্বাসের উপর হামলে পরল। কিছুক্ষণ ধরে চলতে থাকল তাদের ধস্তাধস্তি আর নায়িকার ক্রমাগত ম্যাৎকার (পড়ুন চিৎকার)। এক সময় সওদাগরের এক রাম চটকনায় নায়িকা দ্রুম করে পরে গেল।
আর ঠিক তখনি আগমণ ঘটল বাংলার বিস্ময় দা ওয়ান এন্ড অনলি শাকিব খান। এসেই ভয়াবহ ডায়লগ, - শয়তান, লাগতে যদি হয়, তবে সমানে সমানে লাগ।
অবলার গায়ে কেন হাত তুলিশ?
শুনেই সওদাগর হামলে পরে, - তবে রে শালা।
এরপরের কিছুক্ষণ টিসুমাইক, টিসুমাইক...
পটকা শাকিব খানের এক এনিমেটেড ফ্লাইং কিক-এ মোটকু সওদাগর পাকা দেয়াল ভেঙ্গে ঐপাশে ছিটকে পরল। আহত সওদাগরের উপর ঝুকে শাকিওব বলল, - তোকে আজ আমি মেরেই ফেলব। এই বলে হাতের কাছে একটা আস্ত ইট পেয়ে সেটা দিয়ে সওদাগরের মাথা থেতলে দিতে উদ্ধত হল।
আর ঠিক এমন সময় ছাত্রলীগের বাহিনী এসে বলে, - হ্যান্ডস-আপ, আইন নিজের হাতে তুলে নেবেন না!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ঘুম ভেঙ্গে গেলে স্বপ্ন আর আগানো গেল না।
মাথাটা খুব ধরেছে.....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।