আমাদের কথা খুঁজে নিন

   

এবার তাজহাট জমিদার বাড়িতে ‘ইত্যাদি’

‘ইত্যাদি’ মানেই জনপ্রিয় উপস্থাপক, সফল নির্মাতা হানিফ সংকেত। আর হানিফ সংকেত মানেই নিজস্ব সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোর সঙ্গে আপামর জনসাধারণের মেলবন্ধন ঘটানোর অন্যতম কারিগর। সেই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’র মূল অনুষ্ঠান ধারণ করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। ‘ইত্যাদি’র জনক হানিফ সংকেত জানান, মূলত বেশ কয়েক বছর ধরে ‘ইত্যাদি’ সেট নির্মাণে এক নতুন বৈচিত্র্য নিয়ে এসেছে। আমাদের প্রাচীন নিদর্শন কিংবা ঐতিহ্যবাহী স্থানগুলোকে কেন্দ্র করেই মঞ্চ নির্মাণ করার চেষ্টা করছি আমরা।

ফলে দর্শকরা যেমন ওই স্থানটি সম্পর্কে জানতে পারেন, পাশাপাশি প্রতিবারই নিত্যনতুন লোকেশনের কারণে সেট নির্মাণেও বৈচিত্র্য আসে। জানা যায়, মুকিমুল আনোয়ার মুকিমের সেট ডিজাইনে গত ১৬ই মার্চ তাজহাট জমিদার বাড়ির আলোকিত মঞ্চের সামনে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ধারণ হয় ‘ইত্যাদি’। বর্ণিল আলোয় তাজহাট যেন সেদিন নুতন সাজে সেজেছিল। অনুষ্ঠান ধারণের জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয়েছিল আলাদা বৈদ্যুতিক ট্রান্সফরমার। কয়েক হাজার আমন্ত্রিত দর্শক ছাড়াও বাইরে রাস্তায়, বিভিন্ন গাছের ডালে এবং আশপাশে হাজার হাজার লোক অবস্থান নিয়ে ‘ইত্যাদি’ ধারণ উপভোগ করেন।

শেকড়সন্ধানী ‘ইত্যাদি’র এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। রংপুর ছাড়াও কুড়িগ্রাম, লালমনিরহাট, গোবিন্দগঞ্জ, পীরগাছা, মিঠাপুকুর, দিনাজপুরসহ বিভিন্ন স্থান থেকেও অনেকে অনুষ্ঠান দেখতে আসেন। এই দীর্ঘ সময়ে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ‘ইত্যাদি’র প্রাণপুরুষ হানিফ সংকেতের উপস্থাপনায় একের পর এক নান্দনিক সব আয়োজন। ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানায়, স্টুডিওর চার দেয়ালের বাইরে এসে সারাদেশকে দেখা এবং দেখানো, জানা এবং জানানোই আমাদের উদ্দেশ্য। প্রায় ২০ বছর আগে সংসদ ভবনের সামনে করা আমাদের একটি অনুষ্ঠান থেকেই এর যাত্রা শুরু হয়।

টেলিভিশন অনুষ্ঠানকে স্টুডিওর বাইরে নিয়ে আসার অভিপ্রায়ে গত কয়েক বছর ধরে আবারও দেশের বিভিন্ন স্থানে ‘ইত্যাদি’ মূল অনুষ্ঠানের ধারণ করা হচ্ছে। আরও জানা যায়, ‘ইত্যাদি’র এই পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯শে মার্চ, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। আর যথারীতি পুরো অনুষ্ঠানটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.