নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! নাম শুনে আর ছবি দেখে আমিও পয়লা ঠাউরাতে পারিনি! এরা কারা? বিশ্বাস করুন আর নাই করুন এরা রানিং আওয়ামী সরকারের নানান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী! প্রমোদ মানকিন, সংস্কৃতি মোতাহের হোসাইন, প্রাথমিক ও গণশিক্ষা মোস্তাফিজুর রহমান, ভূমি মাহবুবুর রহমান, পানিসম্পদ ড: শিরিন শারমীন, মহিলা ও শিশু বিষয়ক দায়িত্বপালনের প্রায় ৩ বছর হতে চললেও এ 'হতভাগ্য' আধামন্ত্রীরা অজ্ঞাত কারণে সংবাদমাধ্যমের নজরে আসতে পারেননি। আহারে কি দু:খ! উপদেস্টাদের দাপটে এদের অনেকে নিজের মন্ত্রণালয়ে ঢুকতে পারেন কিনা সেটা নেয়াই সন্দেহ। তাছাড়া আবুল হোসেনের ননস্টপ হাসি, বটতলার কাকরোল উকিলের দিনভর প্রলাপ ইত্যাদির ভীড়ে তারা আসলেই ম্লান। চামে কেউ কেউ হয়ত টাকা কামাচ্ছেন আর কেউ কেউ হা পিত্যেশ, শুধু পতাকা আর গাড়ীতে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।