আমাদের কথা খুঁজে নিন

   

এবার মালদ্বীপে ভারতীয় ওয়েবসাইট আক্রান্ত!

নিজেকে জান এবং প্রকাশ কর!! এবার মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়ে। 'বাংলাদেশি হ্যাকার এটি হ্যাক করেছেন' বলে সাইটের হোমপেইজে দাবি করা হয়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে হাইকমিশের ওয়েবসাইটে (http://www.hcimaldives.com/) স্বাভাবিক তথ্যের পাশাপাশি আক্রান্ত হওয়ার বার্তা দেখা যায়। হোমপেইজের অ্যানাউন্সমেন্ট বিভাগের প্রথম শিরোনামে লেখা দেখা যায়, 'হ্যাকড বাই আইএনজে৩সিটিওআর...বাংলাদেশি হ্যাকার...সাইলেন্স হ্যাকার।' (hacked by inj3ctor....BANGLADEshi hacker..silence hacker) ওই শিরোনামে ক্লিক করলে দেখা যায়, 'আমরা তোমাদের দেশ ও জনগণকে ভালোবাসি...কিন্তু তোমাদের সমস্যা কী!! তোমরা কি বাংলাদেশের মানুষকে বোবা ভাবো! ... তাহলে তোমরাও নরকে যাও.... !!!!!!!!!!!!!!!!!!Õ (we love your country and people ....but whats the problem of urs!! do u think bangladeshi people r dumb!!!!! Then go to helll!!!!!!!!!!!!!!!!!!) বৃহস্পতিবার রাতে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়ে। রাত ১২টার পর ওই ওয়েবসাইট (http://www.hcidhaka.org) আক্রান্ত হয়। শুক্রবার সকালে স্বাভাবিক হয় ওই ওয়েবসাইট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.