আমাদের কথা খুঁজে নিন

   

আত্মহত্যা করে মেয়েগুলো! - ঘৃণায় - তীব্র ঘৃণায়!

দুদিন পরপর আপনারা পত্রিকায় সংবাদ পান। আমি এখন জানি, একটা মেয়ে কতটা অপমানে আর ঘৃণায় নিজেকে শেষ করে দেবার পর্যায়ে চলে যায়্। নাম্বারটা (01918727981) থেকে প্রায় মাসখানেক ধরে আমাকে মিসকল দেয়। এসএমএস পাঠায়। আমি জানি, একটা ছেলে কখনো বুঝতে পারবেনা।

মনে হবে সিম্পল এসএমএস। মোবাইলে মেসেজ টোন বাজলে আগে অনেক আগ্রহ নিয়ে দেখতাম। নিশ্চয়ই কোন প্রিয়জন কিছু বলেছে। এখন ভয়ে বুক কেপে ওঠে। আশংকা নিয়ে তাকাই, জানোয়ারটা আবার কিছু পাঠালো কিনা।

জানোয়ার। হ্যা- জানোয়ার। আমার লাইফ অতিষ্ট করে দিয়েছে। আমি জানিনা কিভাবে আমার নাম্বার পেয়েছে। আমি রিকোয়েষ্ট করেছি।

আমাকে কল করবেন না। আমি কাউকে জানাই্নি। কিছুদিন আগে ফুফাতো ভাইকে বললাম। ও কথা বলেছিলো্। লোকটার নাম ফিরোজ।

ঢাকার শ্যামলীতে থাকে। আমি জানিনা, এই ব্লগের কেউ লোতকটাকে চিনেন কিনা। আমি বলবো, আমি এই অসহনীয় যন্ত্রনা থেকে মুক্তি চাই। আমি কখনো লোকটাকে কোনভাবে চিনিনা। কেন আমার ওপর এই নির্যাতন? আমার ভাই কথা বলার পর লোকটা ফোন বন্ধ করে রাখলো।

আর পায়নি। গতকাল থেকে আবার মিসকল দিচ্ছে। আমি কিছু করিনি। তারপরও আমি ক্ষমা চাই। আমি কোনদিন চিনিনা।

তবুও বলবো আমাকে মুক্তি দিন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.