আমি শুধুই আমি...অন্য কেউ নয়
চোখের সামনে এক না দেখা বিস্ময়
আর হৃদপিন্ডে জমাট বাঁধা এক্খণ্ড কালো মেঘ
এই শুক্লাপক্ষের রজনী বিভোর হয়ে যাবার আগেই
সব চুপ হয়ে যাবে নিমিষেই।
চিৎকার করবেনা আর কেউ। বলবেনা আমি নেই। ।
দূর থেকে আসা কোন ক্ষীণ আলোর কাছে হার মেনে
আর পস্তাতে হবেনা আজীবন
হালকা নীল আলো জ্বেলে ধ্রুবতারা হয়ে
সঠিক পথ দেখাবো নিজেকে প্রথমবারের মতন।
।
হঠাৎ মাথার উপর একটা লাল ডানাওয়ালা বাঁদুর উড়ে যায়
ওর গলার আওয়াজে যেন খানিক্টা বিস্ময়
আর চোখে দ্বিগুণ ভয়...
যেন কোন নরপিশাচের কীর্তিকলাপে পৃথিবী আতঙ্কিত
আর বিনষ্ট পৃথিবীর সমস্ত নারীদের রাতের সুখ
অথবা প্রতীক্ষায় চেয়ে থাকা
কোন নাম না জানা প্রিয়মুখ
হায়!এক্টা কিছু যদি সত্যি হত!!
ধূলিময় ছায়াপথে খানিকক্ষণ ভাবতে বসি...
এ আত্মত্যাগ এর মূল্য অসীম
অন্তত কেউ জান্বে, কেউ ছিল
যার মৃত্যু হয়েছে প্রতিরোজ, প্রতিদিন। ।
তার কাছে লুকিয়ে রাখা একখানা চিরকুট
যেখানে পৃথিবীর প্রত্যেক টা দেবতার নামে দেওয়া অভিশাপ
আর একটা সোনার হরিণ পেয়েও না পাওয়ার বিলাপ
পড়লে মনে হবে কি অদ্ভুত!
বিশেষ একটা রাত আজকে...
পৃথিবীর ঘুম আজ সহজে ভাঙবেনা
জানালা খুলে গাছের ফাঁকে, মস্ত বড় চাঁদটাকে
কেউ নিশ্চয়ই এক পলক ও দেখবেনা
কিন্ত যদি দেখত !
দেখত... একটা মানুষের চাঁদের সাথে মিশে যাওয়ার দুর্লভ মুহুর্ত। ।
সময় নেই...বিলম্বের ও ধৈর্যচ্যুতি ঘটেছে
কারো মন খারাপের বালাই নেই
তবুও চাঁদ টা কেন জানি গোমড়ামুখে চেয়ে আছে ।
যেন ক্রমেই সরে পড়তে চাচ্ছে
কল্পিত কোন মেঘমালার আড়ালে
আহা যদি এমন টা হত!!
পরীর বেশে,অশারীরী কোন অমাবস্যা এসে
দু চোখের অন্ধকার মুছে দিত!
একটু পরে...ভোরে... যদি ঘুম ভাঙত
পরিচিত ফুল আঁকা বিছানায়
আর যদি কখনো দেখা না হত
এই কলুষিত জোছনায়!
যদি হত!
নাহ্! ঐ তো চাঁদ!চোখ বড় করে তাকিয়ে
ওর কাছে হার মানলে কি আর চলে!
কি বা আছে চাওয়ার! কি ই বা আকুতি?
অন্তত একটা কিছু ঘটুক এই নোংরা পৃথিবীতে!!
দীর্ঘতম এ রাতে
একটা গোপন আত্মাহুতি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।