আমাদের কথা খুঁজে নিন

   

আমি বখাটে- একটি পরীক্ষামূলক ছবিব্লগ অথবা কবিতা অথবা ছবিতা

নিরপেক্ষ ও স্বচ্ছ মডারেশন চাই অই দ্যাখ দ্যাখ! কেডা যায় -সুন্দরি কমলা! আইজকা ওরে একলা পাইছি ,নাই কোন ঝামেলা। - "ও সুন্দরী! তোমার জন্য আনছি আমি ফুল; তোমারে আমি ভালা পাই,বুইঝনাতো ভুল। " মাইয়া দেখি ভাব দেখায়-কয়না কোন কথা। দেমাগ দেইখা পিত্তি জ্বলে,আউলা ঝাউলা মাথা। সামনে খাড়াই, রাস্তা বন্ধ, ছিনাইয়া নেই বই।

- "আমার কথা না শুইনা যাইবা তুমি কই?" কান্দা কান্দা কমলা মিনতি করে," ভাই, আমার বইডি দিয়া দেন-ইস্কুলে যাই। " এমুন কইরা কত মাইয়ারে রোজ ডিস্টাপ করি; লেখা পড়া বাদ দিসি-খাই-দাই, ঘুরি। ইস্কুলের সামনে মাইয়াগো লগে করি আমি টিটকারী; শীষ দেই, ধাক্কা দেই,ওড়না ধইরা টান মারি। আমার একটা হুন্ডা আছে,দোস্ত আছে জনা চার; সামনে দিয়া মাইয়া গেলেতার থাকেনা নিস্তার। কেউ কোন বাধা দেয় না -সবাই ভয় পায়; দিনে দিনে আমাগো আরো সাহস বাইড়া যায়।

নিজ এলাকায় থাকি না,পাশের গাঁয়ে যাই; মাইয়াগো ইস্কুলের সামনে খাড়াইয়া বিড়ি সিগারেট খাই। একদিন বাড়ি ফিরা দেখি বাড়ি ভরতি লোক। কান্দা কাটির আওয়াজ শুইনা আমি গিলি ঢোক। মা আমারে দেইখা আরো কান্দে জোরে জোরে , " কুলসুম গলায় ফাঁস লইছে, মইরা গেছে, ওরে!!" মনে হইল কেডা যানি মাথায় দিল বারি; বইন আমার মইরা গেছে-গলায় দিয়া শাড়ি! মরার আগে লেইখা গেছে মরনেরো কারন; কিছু বখাটে করছে ওর সাথে বাজে আচরন। ওর হাত ধইরা কয়টা পোলায় করছে টানাটানি; একজনে আবার ওর বইতে ঢাইলা দিছে পানি।

ছোড মানুষ- ভয় পাইছে ,হইছে অপমান। সইহ্য করতে না পাইরা দিল নিজের প্রাণ। আল্লাহর মাইর - বোঝা দায় আমার পাপে আমার বইনের জীবন চইলা যায়। । ঈভ টিজিং কে 'না' বলুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।