দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের আশপাশে গত ১০-১২ দিন ছিল তার আধিপত্য। কোত্থেকে তার আবির্ভাব, তা কারও জানা নেই। তবে তার উৎপাতে অতিষ্ঠ ছিলেন হলের শিক্ষার্থীরা। বাদ পড়েননি নারী পথচারীসহ নীলক্ষেত কর্মচারী আবাসিক এলাকার বাসিন্দারাও।
অবশেষে গত মঙ্গলবার তার স্থান হয়েছে থানায়। অভিযোগ, সে মেয়েদের উত্ত্যক্ত করে, বাচ্চাদের কামড় দেয় ইত্যাদি। এটা কোনো মানুষের গল্প নয়; বিজ্ঞানের ভাষায় মানুষের আদিরূপ এক বানরের।
হলের শিক্ষার্থীরা প্রথম আলোকে জানান, মধ্যবয়সী এ বানর হলের পাশের বিশ্ববিদ্যালয় প্রেস ও হলের পেছনে একটি পরিত্যক্ত কক্ষে ঘাঁটি গেড়েছিল। বানরটি কোত্থেকে এসেছে, তা কারও জানা নেই।
এরই মধ্যে বানরটি অনেক নারী পথচারীর ওড়না টেনে ধরেছে। বিব্রত করেছে উপস্থিত সবাইকে। অবশেষে হলের গনি নামের এক কর্মচারী গত মঙ্গলবার বানরটিকে ধরতে সমর্থ হন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, মেয়েদের উত্ত্যক্ত করার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দল মঙ্গলবার বানরটিকে থানায় নিয়ে আসে। শিগগিরই বানরটিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সূ্এ: ১৭ জুন, দৈনিক প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।