আমাদের কথা খুঁজে নিন

   

সোহেলের লাশ আসছে শনিবার

বৃহস্পতিবার রাত ১টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংসদ জাহিদ আহসান রাসেলের ছোটভাই জাবিদ আহসান সোহেল (৩৩)।
তার স্ত্রী ও তিন বৎসরের একমাত্র মেয়ে রয়েছে। এছাড়াও রয়েছেন মা, ভাই ও এক বোন।
সাংসদ জাহিদ আহসান রাসেল জানান, শনিবার ভোরে সোহেলের লাশ দেশে পৌঁছুবে। পরে সকাল ১১টার দিকে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রথম জানাযা এবং বাদ জোহর গ্রামের বাড়ি পূবাইলের হায়দরাবাদে দ্বিতীয় জানাযা হবে।


এরপর তাকে বাবা আহসান উল্লাহ মাস্টারের কবরের পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রাসেল আরো জানান, দূরারোগ্য প্যানক্রিয়াস ব্যাধিতে আক্রান্ত সোহেল ৭৮ দিন মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ২২ এপ্রিল তাকে ঢাকার এ্যাপ্যালো হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোহেল রবি টেলিকমে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজ ও মহাসচিব নজরুল ইসলাম খান এক বিবৃতিতে সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.