আমাদের কথা খুঁজে নিন

   

২৪শে নভেম্বর, শনিবার

ক্যালেন্ডারার পাতা থেকে ২৪শে নভেম্বর, শনিবার যদি পারতাম মুছে দিতে, ২৪শে নভেম্বর, শনিবার। কোন শোক প্রকাশ করিনি ২৪শে নভেম্বর, শনিবার কীভাবে শোক প্রকাশ করতে হয় ভুলে গিয়েছিলাম ২৪শে নভেম্বর, শনিবার। ২৪শে নভেম্বর, শনিবার প্রিয়ার আলিঙ্গনে গিয়ে ভুলে যেতে চেয়েছি, যা দেখে এসেছে। আমি পারিনি নিতে আদর স্পর্শ করিনি তার শরির। চোখে আমার ভেসে আসছিল সেই প্রেমিকার মুখ, যে আজ হারাল তার সুখ।

আগুনের শিখায় ছাই হল যার প্রিয়তমের মুখ। যে আজ থেকে কখন বলবেনা- লক্ষীসোনা, মান করোনা, মাত্রই আর কয়েকটা দিন। তোমার জন্য নববধুঁর সাজ নিয়ে বাড়ি ফিরব আমি। ২৪শে নভেম্বর, শনিবার ২৪শে নভেম্বর, শনিবার অনেক স্নেহের ছোট বোনকে আদর করে ডাকিনি। কানের পর্দায় নারা দিয়ে ছিল বিদায় বেলা ভাইকে বলা বাক্যটা- "লাল জামা নিয়ে আসো"।

হয়ত পথ চেয়ে বসে থাকবে ভাই ফিরে হাতে দুটি চকলেট, লাল জামা দিবে প্রত্যাশায়। ২৪শে নভেম্বর, শনিবার. ২৪শে নভেম্বর, শনিবার যে ভাই তার বোনকে- একতি ক্রিকেট বলের আবদার করেছিল আর বোনটিও তাকে কথা দিয়েছিল। দেখি এখনো বসে আছে বলের অপেক্ষায়। ২৪শে নভেম্বর, শনিবার ২৪শে নভেম্বর, শনিবার ভেসে উঠ্ল দুচোখে- স্বামী হারা স্ত্রী, স্ত্রী হারা স্বামী প্রেমিক হারা প্রেমিকা, প্রেমিকা হারা প্রেমিক মা হারা ছেলে, ছেলে হারা মা ভাই হারা বোন, বোন হারা ভাই। সকল সম্পর্ক ছিন্হ করে তাদের চলে যাওয়া দেখে কান্না চাপা ব্যাথায় হৃদয় হতে বেরুতে পারেনি শোক।

২৪শে নভেম্বর, শনিবার। ২৪শে নভেম্বর, শনিবার- মার কাছ হতে বিদায় নিয়ে নিয়েছি, প্রেমিকা, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবার কাছে ক্ষমা চাই। কখন যে আমার জীবনে নেমে আসে ২৪শে নভেম্বর, শনিবার। তখন সময় হয়ত হবেনা, ক্ষমা চেয়ে নেবার! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.