আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে । আমরা প্রতিনিয়ত ইসলামিক জীবন ব্যাবস্থায় একটি শব্দ বার বার শুনি তা হল মাযহাব। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ আরও নানা মাঝহাব এর কথা আমরা জানি। (আসলেই কি জানি!!)
একটা বানান গল্প বলি,
কাউকে একটা মাছআলা জিজ্ঞাসা করাতে সে প্রশ্ন করেছিল আমি কোন মাযহাবের অনুসরন করি। উত্তরে বললাম জানিনা বাপ দাদার ধর্ম ইসলাম তাই জানি , কতগুলা সুরা মুখস্ত পারি, নামায পড়ি কিন্তু কোন মাযহাব তাতো জানিনা।
সে বলল তুমি নামাজ কিভাবে, পড় হাত কোথায় বাধ?
আমি বললাম নাভিতে।
তার উত্তর- তাহলে তুমি হানাফি মাযহাব।
(*** আমি জানতাম জীবনের সকল ক্ষেত্রে নানা মাসআলার সমাধান কুরআন - হাদিস এর আলোকে বিভিন্ন ইমামগণ দিয়েছেন***)
তো.. আমি এত দিন ধরে ইসলামিক পরিবেশে বড় হয়ে যেটা জানতে পারলাম না,,আর উনি শুধু আমি কোথায় হাত বাধি তা জেনেই আমার মাযহাব বলে দিলেন!!!
আর সেদিন থেকেই আমি বিভিন্ন মাযহাবের বই পড়ে যেটা নিজের জন্যে বেশী সুন্দর লাগে সেটা ফলো করার কথা ভাবলাম, কারন একেক জনের মুখে একেক কথা না শুনে আগে এর উপর একটা পড়া লেখা করাটা আমার কাছে বেশী প্রয়োজনীয় মনে হল।
আমি জানিনা আমি এই লেখার মাধ্যমে যে ভাবটা বোঝাতে চেয়েছিলাম তা প্রকাশ করতে পরেছিকিনা। এক কথায় বলব- আমাদের যদি কয়েকটা মাযহাব সম্পর্কে ধারনা থাকে তাহলে আমি বলতে পারি যে আমি এই কারনে এই মাযহাবের অনুসরন করি কিন্তু যদি কোন ধারনাই না থাকে টা হলে কিভাবে বুঝবো যে আমি হানাফি/শাফিঈ/হাম্বলী না কি অন্য কোন মাযহাবের ?
তাই আমি চাচ্ছিলাম কয়েকটা মাযহাবের বই যা পিছি দিয়ে ডাউনলোড করে পড়তে পারি তেমন লিংক আর যদি লিংক না জানা তবে কিছু নির্ভরযোগ্য বইয়ের ও পাবলিকেশন নাম।
(উল্লেখ্য,,, বই গুলো আসল লেখকের অর্থাৎ আবু হানিফার, শফিঈ এর লেখা মূল বই এর বাংলা ভার্সন হতে হবে।
এছাড়াও আপনাদের পড়া কোন ভাল বই, যে বই পড়ে আপনি আগে জানতেন না এমন অনেক কিছু জানতে পেরেছেন এবং সমাজের মাঝে থাকা নানা কুসংষ্কারের সত্য উদঘাটন হয়েছে এমন কোন বইয়ের নাম জান থাকলে জানাবেন ও ডাউনলোড লিংক দিতে পারেন।
আশা করি এই লেখাটা পড়ে আমি সহ অনেকেই উপকৃত হব ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।