আমাদের কথা খুঁজে নিন

   

সকালেই একটু হাসুন...

অতি সাধারণ একবার এক লোক রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল | হুট করে রাস্তার একটা কুকুরের বাচ্চা লোকটার পায়ে কামড় দিয়ে বসলো...কুকুর ছানার এই sudden আক্রমনে লোকটা ভয় পেয়ে পা ছুড়ে মারলো আর তাতে কুকুর বাচ্চাটা ছিটকে রাস্তার পাশের ড্রেনে পড়ল | এইবার লোকটা ড্রেন থেকে কুকুরটাকে তুলে আনলো...বাচ্চাটাকে ড্রেনের ময়লা পানিতে বুঝাই যাচ্ছিল না যে জিনিষটা আসলে কি | কিছু পথচারী ঘটনাটা দেখছিল...এইবার সবাই অবাক হয়ে লক্ষ্য করলো যে ওই কামড় খাওয়া লোকটা পাশের দোকান থেকে বিস্কিট কিনে ওই ময়লা কুকুর বাচ্চাটাকে দিচ্ছে | পথচারীরা আর সয্য করতে পারল না | একজন পথচারী একটু রেগে বলল, এই কুকুরটা আপনাকে কামড় দিলো আর আপনি এটাকে ড্রেন থেকে তুলে বিস্কিট খাওয়াচ্ছেন ? আমি হলে এর পাছায় কষে একটা লাত্থি দিতাম | ওই কামড় খাওয়া লোকটা বিরক্তি নিয়া বলল,আপনারা কি আমাকে পাগল পাইছেন ?আমিও এইটার পাছায় লাত্থি দিব..কিন্তু এর পাছা- ই বুঝা যাচ্ছে না ময়লার জন্য..তাই বিস্কিট খাইয়ে মুখ আর পাছাটা বুঝার চেষ্টা করছি..তারপর দেখবেন লাত্থি কাকে বলে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।