আমাদের কথা খুঁজে নিন

   

সার্কাস... সার্কাস... মাত্র ৭টাকায় প্রতিদিন সকালেই দেখুন সার্কাস!!!

প্রথম আলো তার ১৩বছরের ইতিহাসে আজকেই মনেহয় সবচেয়ে বড় সার্কাসটা দেখাল। আজকের প্রথম আলোর ২য় পাতায় দেখলাম তাদের নতুন ওয়েবসাইট bodlejaobodledao.com এর বিশাল বিজ্ঞাপন "উটপাখি নয়,মানুষের জীবন চাই" স্লোগানকে সামনে রেখে। এই বিজ্ঞাপনেই লেখা "সমস্যা দেখলেই উটপাখির মত মাথা না গুঁজে আওয়াজ পাঠাও"। আর তাদের 'স্বপ্ন নিয়ে' ক্রোড়পত্রের শেষ পাতায় ফিচার দিল জাগো ফাউন্ডেশনের সেই বিখ্যাত ক্যাম্পেইনের স্তুতি গেয়ে। এখন আমার একটা ছোট্ট প্রশ্ন- গত কয়দিনে জাগো নিয়ে এত তামাশা,এত সমালোচনার ঝড় বয়ে গেলো, তখন কি প্রথম আলো'র পুরা টিম বালুতে মাথা গুঁজে ছিল যে তাদের চোখে এসব কিছুই পড়েনাই? এতবড় একটা অভিযোগ থেকে মুক্তি পাওয়ার আগেই এরকম নির্লজ্জের মত জাগো'র দালালি করে ফিচার পাবলিশ করাটা কতটুকু যুক্তিযুক্ত? নাকি তারা দেশের হাই-ক্লাস ভণ্ড (কানিজ আলমাস, জাগো ফাউন্ডেশনের মত সাম্প্রতিক যাদের মুখোশ খুলে গেছে), তাদের লবীইস্ট হিসাবে কাজ করা শুরু করেছে? তাই আসুন, আমরা সবাই নির্দ্বিধায় প্রথম আলো'র সুরে সুর মিলিয়ে বলি- "যা কিছু প্যাঁচ+আলো, তার সঙ্গেই ফুত্তুম আলো" পাদটীকাঃ আমি কি এখন চুপচাপ উটপাখির মত বালি তে মাথা গুঁজে বসে থাকব, নাকি প্রথম আলো'র ভণ্ডামির বিরুদ্ধে ওদের সাইটেই একটা অভিযোগ দিয়ে আসব???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।