বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আলবদর প্রধানের ফাঁসির আদেশ দেয়।
এর পর পরই বিভিন্ন জেলায় বের হয় আনন্দ মিছিল। মিছিল থেকে অবিলম্বে রায় কার্যকর, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও দলটির ডাকা বৃহস্পতিবারের হরতালের প্রতিরোধের ঘোষণাও দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
জামালপুর
রায় ঘোষণার পর পরই স্থানীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করে গণজাগরণ মঞ্চ। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক ও জামালপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু, মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও গণজাগরণ মঞ্চের যুগ্ম-আহবায়ক সৈয়দ তানভীর আহম্মেদ।
চট্টগ্রাম
সকাল থেকেই চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে গণজাগরণ মঞ্চে সমবেত হতে শুরু করে কর্মী-সমর্থকরা।
দুপুরে রায় ঘোষণার পর পর গণজাগরণ মঞ্চ আনন্দ মিছিল বের করে। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক ও সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগের আহ্বায়ক শরীফ চৌহান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী নূরজাহান খান, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ডা. চন্দন দাশ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।
এছাড়া ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রণ্ট, যুব মৈত্রী, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের পক্ষ থেকেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বরিশাল
নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়।
আনন্দ মিছিল থেকে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের রায় কার্যকর এবং আইন করে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবিও জানানো হয়।
নেত্রকোনা
শহরে আনন্দ মিছিল করেছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী।
শহরের অজহর রোডের কার্যালয় থেকে মিছিল বের হয়ে বড় বাজার, তেরীবাজার, ছোটবাজার, মোক্তারপাড়া এলাকা ঘুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক রাতুল বিশ্বাস প্রমুখ।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে গনজাগরণ মঞ্চ।
জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে এন এস রোডের বক চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও গনজাগরণ মঞ্চের আহ্বায়ক আমিরুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়।
ফরিদপুর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে তাঁর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায়ে মুজাহিদের নিজ শহরের আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ।
শহরের ঝিলটুলী এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেশাম হোসেন বাবর, মোকাররম মিয়া বাবু।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।