আমাদের কথা খুঁজে নিন

   

রায়ে সন্তোষ আওয়ামী লীগের

মঙ্গলবার আপিল বিভাগে আপিলের রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাদের মোল্লা একজন কুখ্যাত রাজাকার ছিল, অনেক স্বাধীনতাকামী মানুষকে সে হত্যা করেছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায় হয়েছে বলে আমরা মনে করি।”
‘এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে’ মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই রায় দ্রুত কার্যকর হবে বলে জনগণ প্রত্যাশা করে।
“কাদের মোল্লার থেকেও আরো বড় বড় যুদ্ধাপরাধী আছে। তাদের ক্ষেত্রেও একই রায় হবে বলে আমরা আশা করি।”
ব্যক্তির পাশাপাশি যেসব দল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে নেতৃত্ব দিয়েছিল, তাদের বিচারও দ্রুত শুরু করার দাবি জানান সিপিবির সাবেক সভাপতি মনজুর।
রায়ের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলো। আমাদের অনেক দিনের দাবি পূরণ হয়েছে।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.