রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ডটকমকে বলেন, “যুদ্ধাপরাধীর নরঘাতক আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি দেশবাসীর প্রত্যাশা ছিলো। এ রায় ঘোষণা হওয়ায় দেশবাসীর সঙ্গে আওয়ামী লীগও সন্তোষ প্রকাশ করছে। ”
এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত দেশবাসীকে সরকারকে সহায়তা করতে আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী।
জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন । তারা ইসলামী নাম ব্যবহার করে অনৈসলামিক কাজ করছে।
এ দলকে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করতে হবে। এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। ”
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাতটি অভিযোগের মধ্যে অপহরণ, নির্যাতন ও বুদ্ধিজীবীহত্যাসহ মানবতাবিরোধী পাঁচটি ঘটনায় মুজাহিদের জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়।
এর মধ্যে তিনটিতে তাকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
জামায়াতে ইসলামীর ‘গুরু’ গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ডের রায়ের পরও সন্তোষ প্রকাশ করেছিল আওয়ামী লীগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।