স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল মুসলিম লীগের নেতা হিসাবে একাত্তরে জয়পুরহাটে রাজাকার বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যাপক নিধনযজ্ঞ চালানোর দায়ে বিএনপির সাবেক মন্ত্রী আলীমকে বুধবার আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
তার অপরাধ মৃত্যুদণ্ডের যোগ্য হলেও বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায় নিয়ে কারাদণ্ড দেয়ার কথা জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “জনগণের প্রত্যাশা ছিলো সর্বোচ্চ শাস্তি। যুদ্ধাপরাধের ক্ষেত্রে বয়স বিবেচনার বিষয়টি যুক্তিযুক্ত নয়। ”
তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও অনেক বয়স্ক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল।
বাংলাদেশে তাহলে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে?”
দ্রুত এই রায়ের বিরুদ্ধে আপিল করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রসিকিউশনের প্রতি আহ্বান জানান তিনি।
ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “আমরা সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একাত্তরে করা অপরাধের ক্ষেত্রে বয়স বিবেচনা কতুটুকু যৌক্তিক?”
এই রায়ের বিরুদ্ধে আপিল করার দাবি করেন এই সাংসদ।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জমান বলেন, “অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ শাস্তিই জনগণের দাবি। আদালত আলীমের বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে সর্বোচ শাস্তি দেননি।
এর ফলে জাতি প্রত্যাশিত রায় পায়নি। ”
একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি অষ্টম রায়। আগের সাতটি রায়ে জামায়াতের সাবেক ও বর্তমান ছয়জন এবং বিএনপির এক নেতাকে দণ্ডাদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এরমধ্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিলেও আপিলের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।