আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: বিদ্ধস্ত পৃথিবীতে নিরন্তর বিশুদ্ধ প্রেম খোঁজে কবি

এই কর্পোরেট নগরী যখন দুর্নীতিতে ব্যস্তময় সময় কাটায় তখন খুব নিভৃতে ঘটে যায় উল্লেখহীন ঘটনা। শরীর প্রান্তে অগ্নিগিরির ভয়াবহতা প্রচন্ড সাইক্লোন মনের আনাচে-কানাচে... যুদ্ধের সম্ভাব্য সাইরেন বাজচ্ছে শিরা-উপশিরায় যুদ্ধ! রক্তাক্ত ধ্বংসযজ্ঞের বার্তায় ভারি হয়ে আসছে বাতাস... ভারি হয়ে আসছে উত্তপ্ত নিশাচর স্বপ্নহীন চোখ । কবি অপেক্ষায় কবিতার... কবির কবিতা! মনে মনে কবিতার শরীর জুড়ে শব্দ বুনতে বুনতে কবি কবিতাগ্রস্থ। কবি অপেক্ষায় থাকে নিভৃতে- শরীর জুড়ে কবিতার উঞ্চ তীর্থের। থেমে যাবে যুদ্ধ ;থামবে সাইক্লোন উদগিরণ ভুলে যাবে অগ্নিগিরি শীতল হবে উত্তপ্ত চোখ... কবি অপেক্ষায়... কবি অপেক্ষায় আছে কবিতার জন্য এই নিভৃতে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.