আপনাদের মাধ্যমে নিজেকে জানার চেষ্টা করছি। ইদানিং টেলিভিশনের বিভিন্ন চ্যানেলে, নামী-দামী পত্রিকার পাতায় প্রতিদিন যে হারে নতুন নতুন ইলেকট্রনিক্স পণ্যের বিজ্ঞাপন দেখা যাচ্ছে গ্রাহক সাধারণের রীতিমত শুভঙ্করের ফাঁকিতে পড়ার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সবগুলাই সর্বোৎকৃষ্ট (সুপারলেটিভ ডিগ্রিটা এখন ইউনিভার্সাল হয়ে গেছে)। চায়না, জিঞ্জিরা-র তৈরি সব পণ্যেই ৭/৮ বছরের ওয়ারেন্টি। কাকে ছেড়ে কাকে বিশ্বাস করব? আর তো পণ্যের মান যাই হোক বিজ্ঞাপনের মান কিন্তু একটার চেয়ে একটার উন্নত।
এত এত পণ্যের নাম মনে রাখতে হলেও মনে হয় কোন দীর্ঘমেয়াদী কোর্সের প্রয়োজন হবে। আর পণ্যের মান যাচাইয়ের সুযোগ কই? বাইরের চাকচিক্য সবারই ভালো। যাচাই করতে হলে বিশাল বড় অংকের টাকার টাকার আয়োজন। এই যুগে মোবাইল ফোন বানানো মনে হয় অনেক সহজ, নইলে এতো ব্র্যান্ডের মোবাইল ফোন কোত্থেকে আসে। প্রতিদিনের পত্রিকায় কম করে হলেও এট্রাকটিভ ফিচারসমৃদ্ধ ৬/৭ ব্র্যান্ডের মোবাইল ফোনের বিজ্ঞাপন দেখা যায়।
এক/দেড় বছরের ওয়ারেন্টি। আজকে একটা কিনলে কাল দেখা যায় আরো কম দামে আরো বেশি ফ্যাসিলিটি সমৃদ্ধ ইলেকট্রনিক্স সামগ্রী। ১৫৭০০০ বর্গকিলোমিটারে ১৫ কোটি মানুষের এ ছোট্ট দেশে এত সব সামগ্রীর চাহিদা কোথায়?
এবার আসি গায়কদের কথায়---
গানের শিল্পটা মনে হয় আজকাল আর শিল্পের মধ্যে পড়ে না; ব্যবসা হিসেবেই বেশি মানায়। ক্লোজ আপ-ওয়ান বানালো ৭০-৮০ টা শিল্পী। ক্ষুদে গাণরাজ বানালো আরো ৪০-৫০ টা।
এবার ঈদে ৩০-৩৫ টা অডিও এলবার রিলিজ হয়েছে। মোটামুটি ২০-২২টা সংগ্রহ করেছি। নতুন নতুন শিল্পীর এলবামও বিস্তর। অনেক পরিশ্রম করে অনেক মেধা খাটিয়ে গীতিকার, শিল্পী, কলা-কুশলীরা একটা এলবাম বের করেছে, অন্ততঃ একটু যাচাই তো করে দেখা দায়িত্বের মধ্যে পড়ে যায়, নইলে যে তদের পরিশ্রম বৃথা যাবে। অল্প সময়ের মধ্যে ২২টা এলবামে মোটামুটি ২২০ টা গান থেকে বেছে বেছে ৩০-৩৫ টা গান নিয়ে বাকী সব সোজা "শিফ্ট ডিলিট"।
বাকী গানগুলো শুনলে নিজেরও মাঝে মাঝে শিল্পী হয়ে যেতে ইচ্ছা করে। কিছু কিছু এলবাম থেকে একটা গানও নেয়ার উপযোগী বলে মনে হয় নাই। যে পারে সেও গায়, যে পারে না সেও গায়। যার যোগ্যতা আছে সে তো শিল্পীই, যার নাই সেও !!!
আসলে গানের এলবাম বের করার ক্ষেত্রে শিল্পীর মান যাচাই সংক্রান্ত কোন নিয়ম কানুন যদি থাকতো তাহলে আমাদেরকে গান যাচাই করার মতো উটকো ঝামেলায পড়তে হতো না।
আমরা কোথায় যাই?!!!!!!!???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।