আমাদের কথা খুঁজে নিন

   

একটি অসাধারন বাংলা গান,কিণ্তু গায়ক কে তা জানিনা...



ভালবাসা শুনেছি যা, সাগর তীরে বসে থাকা হিম স্বরে কথা বলা_নোনতা বাতাস। তুমি এলে শেখাবো যা, বালু দিয়ে ঘর গড়া, সে ঘরেতে তোমার আমার বসবাস। দেখেছ পাহাড়,দেখেছো নদী-আকাশ, দেখাবো তোমায়_চাদেঁর অন্য পাশ....... এই রাত,এ আধার সবই মিছে তাই কোনো এক ভোরে তোমাকেই চাই। আমি আরও দেখেছি যা, হাত ধরে হেটে চলা সোজা পথ_দৃষ্টি সমান্তরাল, আমরাও হাটব ঠিক ই, মাঝে মাঝে থেমে যাবো মুখোমুখি চেয়ে রব অনন্ত কাল... এসো খেলি আজ নতুন এক খেলা, দু-দলেরই হেরে যাবার_প্রতিযোগীতা। এই রাত,এ আধার সবই মিছে তাই কোনো এক ভোরে তোমাকেই চাই। পুরোনো অভিনয়,পিছু থেকে চোখ ধরা প্রশ্ন আমার_বলোতো কে? তুমিও হাত ধরে,না বোঝার ভান করে বলবে_চিনিনা তো আমি.. ভালবাসা নাকি দুজনের ফাকি, দলছুট দুজনের ছবি আকাঁ আকিঁ.... এই রাত,এ আধার সবই মিছে তাই কোনো এক ভোরে তোমাকেই চাই। ____________________________________________________________________________________________________ কেউ গায়ক এর নাম জানলে,অনুগ্রহ করে জানাবেন। এবং গানের কথায় কোনো ভূল থাকলে শুধরিয়ে দিতে ভূলবেন না কিণ্তু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.