আমাদের কথা খুঁজে নিন

   

এবার বুঝি গায়ক হয়েই যাবো!!


এবার আর কেউ গায়ক হওয়া থেকে বিরত করতে পারবে না মনে হচ্ছে! নাটক, মডেলিং, নাচ, ফাইট সবইতো শিখেছিলাম কিন্তু গানের উপর এক্সট্রা আগ্রহ ছিলো বরাবরই। চাকুরী,ব্যবসা করে অভিনয় আর মডেলিং লাটে উঠেছে। গায়ক হলে ভাড়ায় না গাইলেও অফিসের প্রোগ্রাম গুলিতে গেয়ে এক্সপেরিমেন্ট করা যাবে! এর আগেও গায়ক হতে গিয়ে হতাশ মনে ফিরতে হয়েছিলো। থিয়েটার আরামবাগে থাকাকালীন আমার বন্ধু রাজীব আর আমার মাথায় ঝোক এলো গান শিখবো। যে কথা সে কাজ থিয়েটারে মুকুট ভাই গান শিখাতেন সপ্তাহে ২ দিন করে।

ওনার আগ্রহ ছিলো মেয়েদের গান শেখানোর প্রতি! আমারা গান শিখবো শুনে ওনার মনে হয় ভালো লাগলো না। থিয়েটারে আমারা দুজন সবচেয়ে ফাঁকিবাজ সদস্য ছিলাম। সবার নজরেও ছিলাম। মুকুট ভাই আমাদের কন্ঠ পরীক্ষা নিলেন। নাহ্ তোমাদের দিয়ে হবে না।

এই সুরে অন্তত গান হবে না, তোমরা অভিনয়টাই করো! বুঝুন আমাদের মনের অবস্থা। হাল ছাড়লাম না, বয়স হলে গ্লামার থাকবেনা, বুড়ো হলে নায়ক, নায়িকার বাবার চরিত্রে অভিনয় করতে হবে কিন্তু গান শিখলে এ সমস্যা হবে না। তাছাড়া মিডিয়া করায় কোন অনুষ্ঠানে গেলেই ডাক আসে কিছু করার, কিন্তু কি করবো গান জানা থাকলে ভালো হতো গেয়ে দিতাম! অজ্ঞতা কঞ্জুস নাটকের বদির ওপেনিং ডায়লোগ ছেড়ে দেই। লোকনাট্য দলে থাকাকালীন বদিউজ্জামানের চরিত্রে রেডি থাকার কথা বলেছিলেন অধিকর্তা, সেটাই মুখস্ত। শাজাহানপুরে বাসা থাকাকালীন খোজ পেলাম এক ওস্তাদের।

রাত তখন ১১ টা । উনি খুব ভালো গান শেখান নাকি। বন্ধুকে ফোন দিলাম দোস্ত ওস্তাদ পাইছি, চল। রাজিব বলল তুই ঐ দিন সিনেমা হলে শাকিব খানের ছবি দেইখা বের হইয়া কসম কাটলি আবার ফিল্মে চেষ্টা করবি কোন খবর নাই। এখন আবার কার গান গাওয়া দেইখা খেপলি বলতো।

আমি বললাম দোস্ত পেচাল না পাইরা চল ওস্তাদ ধরি। রাত ১১ টায় ওস্তাদের বাসা খুইজা বের করে কলিং বেল চাপলাম। ওস্তাদ কিছুটা ভয় পেয়েছেন, এতো রাতে দুজন যুবক দেখে। আমাদের খায়েসের কথা বললাম। ওস্তাদ সম্ভবত ঘুমাচ্ছিলেন,ঘুম ঘুম চোখে নিয়েই হারমুনিয়ামে হাত দিয়ে আমাদের কন্ঠ পরীক্ষা করে নিলেন।

আমার কন্ঠে গান হবে তবে অনেক রেওয়াজ করতে হবে নাকি। আর বন্ধুরটার ব্যপারে কনফিউসড। তবে চর্চা করলে নাকি দুজনেই গায়ক হয়ে যাবো! অবশেষে সময় আর হাদিয়া শুনে বিদায় নিলাম। দুজনে প্রতিজ্ঞা করলাম কাল থেকেই গান শুরু! আর যাওয়া হয়নি গুরুর কাছে বন্ধু ছিলে প্রেমে মজে আর আমার বাড়লো অফিসের ব্যস্ততা। কাল যাবো গান শিখতে আমার এক দুস্পর্কের খালাতো বোনের কাছে।

আমার গান শেখার আগ্রহ দেখে বহুদিন ধরে আমাকে গান শেখানোর ইচ্ছা তার। কিছুটা ভয়ে আছি খালাতো বোনের মতলবটা আবার কোনদিকে ধাবিত হয়! গান শিখাতে গিয়ে না আবার......সবাই দোয়া রাইখেন!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.