আসছে পূজোয় নবোরাত্রির সাজে ভারতীয় তরুণীদের প্রথম পচ্ছন্দ মোদী। তরুনীরা নিজেদের শরীরে মোদির উল্কি আঁকতেই ব্যস্ত। তরুণীরা এবারের পূজায় নবোরাত্রি উৎসবে মোদীর ইমেজকে তুলে ধরতেই মাঠে নেমেছেন।
তবে মোদির গুজরাটে শুধু তরুণীরা নয়, সব বয়সের নারী-পুরুষেরা শরীরে মোদীর উল্কি আকঁছেন। শুধু উল্কি নয় তাদের জনপ্রিয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি শরীরে প্লাস্টারে করে আকঁছেন।
আহমেদাবাদের নারীরা ওড়না ও পিঠে মোদী ছবি একেঁ পূজার প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও দুর্গাপূজায় এবার ভারতের বাজারে মোদী স্যুট, ফেব্রিক্স এমনকি শাড়ীতেও মোদীর ছবি রয়েছে। এই পূজায় বাজারে এসেছে মোদী কুর্তা। হাফহাতা, গলাবন্ধ মোদী স্ট্যাইলের এসব রং-বেরংয়ের কুর্তায় ছেয়ে গেছে পূজার বাজার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।