আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে APTonCd ব্যবহার করে সিডি বার্ণ না করেই পূর্বের ইন্সটলকৃত অ্যাপলিকেশনসমূহ ফিরে পাবার উপায়

উবুন্টুতে আমরা অনেকেই APTonCD সফ্‌টওয়ারটির সাথে পরিচিত। উবুন্টু ইনস্টল করার পর নেট ব্যবহার করে আপনি হয়ত অনেক সফটওয়ার ইন্সটল করেছেন। এখন যদি কোন কারণে আপনাকে উবুন্টু রি-ইন্সটল করতে হয় অথবা আপনার ডাউনলোড করা সফটওয়ার গুলো অন্য কোন পিসিতেও চালাতে চান , তখন কি করবেন?? উবুন্টু ইন্সটলের পর আবার সবগুলো সফটওয়ার ডাউনলোড করবেন?? তা করতে পারেন; কিন্তু তাতে ব্যান্ড উইথ আর সময়ের অপচয় হবে। এক্ষেত্রে আমরা APTonCD ব্যবহার করে পূর্বের ইন্সটলকৃত সফটওয়ারগুলো সহজেই ফিরে পেতে পারি। Application ব্যাকআপ: উবুন্টু ইন্সটলেশনের সময়ই APTonCD ডিফল্টভাবে ইনসটল হয়ে যায়।

যদি APTonCD ইন্সটল না থাকে , তবে সফটওয়ার সেন্টারে গিয়ে APTonCD ইন্সটল করে নিন। এবার APTonCd চালু করুন। Create এ ক্লিক করুন। নতুন একটি উইন্ডো আসবে(নিচের ছবির মত)। এখানে আপনি ইন্সটলকৃত software(package) গুলো দেখতে পাবেন।

Default ভাবে সবগুলো সিলেক্ট করা থাকে। এরপর আপনি Burn এ ক্লিক করুন। নিচের উইন্ডোটি আসবে। Type of medium এ CD select করা থাকে। Destination of Image(s) এ গিয়ে আপনি আপনার হার্ডডিস্ককের যেখানে iso ইমেজটি সেভ করতে চান , সেটি সিলেক্ট করুন।

Apply এ ক্লিক করুন। আপনার সিলেক্টকৃত ফোল্ডারে iso ফাইল তৈরী হবে। এরপর একটি উইন্ডো ওপেনহবে। যেখানে iso ফাইলটি আপনি সিডিতে বার্ণ করতে চান কি না তা জানতে চাইবে। আপনি যদি iso ফাইলটি CD তে বার্ণ করতে চান তাহলে একটা খালি রের্কডেবল সিডি আপনার সিডি রাইটারে প্রবেশ করান এবং yes এ ক্লিক করুন।

সিডিতে বার্ণ করতে না চাইলে No তে ক্লিক করুন Restore পদ্ধতি: APTonCD সফটওয়ারটি শুধু মাত্র CD তে বার্ণ করা iso ফাইলটি থেকে অ্যাপলিকেশনগুলো Restore করতে পারে। কিন্তু আপনার যদি CD বার্ণার না থাকে অথবা আপনি যে পিসিটি ব্যবহার করছেন তাতে যদি সিডি রম না থাকে তাহলে?? হ্যাঁ উপায় আছে। আমরা APTonCD ব্যবহার করে iso ফাইলে থেকে অ্যাপলিকেশনগুলো restore করব। কিভাবে সিডি বার্ণ না করেই iso ফাইলের অ্যাপলিকেশন গুলো আমরা Restore করব, আমরা এখন সেটাই দেখবো। যে PC তে উবুন্টু ইন্সটল করেছেন , সেখানে APTonCD চালু করুন।

Restore এ ক্লিক করুন। এবার Load এ ক্লিক করুন। কিছুই হবে না!!!!!!!!!! প্রথমে আপনার PC টি ইন্টারনেট এর সাথে সংযুক্ত করুন । এবার Software center এ গিয়ে সার্চ বক্সে hal টাইপ করুন। hal( Hardware Abstraction Layer) একটি ছোট সফটওয়ার( মাত্র ‍‌‌‍~ 700KB) ।

hal ইন্সটল করুন। এবার APTonCD ব্যবহার করে iso ফাইলটি থেকেই আপনি Restore করতে পারবেন। APTonCD চালু করুন। Restore এ ক্লিক করুন। এবার Load এ ক্লিক করুন।

নিচের উইন্ডোটি আসবে। এবার ISO Image File এ গিয়ে আপনি যেখানে iso ফাইলটি সেভ করেছেন (হার্ডডিস্ক বা পেনড্রাইভ ) সেখান থেকে সেটি সিলেক্টট করুন (উপরের ছবিটি দেখুন)। এবার ok তে ক্লিক করুন। নিচের উইন্ডোটি দেখতে পাবেন। যেসব প্যাকেজ ইন্সটল করতে চান সেগুলো সিলেক্ট করুন( ডিফল্ট সবগুলো প্যাকেজ সিলেক্ট থাকে) এবার Restore এ ক্লিক করুন।

ব্যাস, কাজ শেষ!!!!!!!!!! না!!!! শুধুRestore হল!! এবার Ctrl+Alt+T দিয়ে টার্মিনাল চালু করুন। এবার টাইপ করুন : cd /var/cache/apt/archives enter চাপুন। এবার টাইপ করুন : sudo dpkg -i *.deb পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিন এবং অপেক্ষা করুন। আপনার সবগুলো প্যাকেজ একটি একটি করে ইন্সটল হবে। বি:দ্র: যেসব ক্ষেত্রে পাসওয়ার্ড চাইবে, পাসওর্য়াড দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.