নিজের সম্পর্কে লেখার কিছু নেই । সাদামাটা ।
জীবনে এমোন এমোন কিছু ঘটনা ঘটে যার সবকিছুই উল্টোপাল্টা । কোনও সহজ সুত্রেই তাদের ফেলা যায়না । ভাবছেন এক, আর হচ্ছে আর এক ।
বিড়ম্বনা… বিড়ম্বনা….। এবং এগুলো যেন আপনার পেছনেই লেগে আছে আঠার মতো । আপনার প্রাত্যহিক কাজকর্মে বারবার এরা হানা দেবেই আপনি চান আর না-ই চান । ঘটনাগুলোকে এড়ানো যায়না যেন কিছুতেই । এই “ল” বা নিয়মগুলো যেন কেবল আপনার সাথেই ইয়ার্কী করতে ব্যস্ত ।
যেন আপনার জন্যেই অলিখিত এই আইনগুলি তৈরী হয়েছে ।
মিলিয়ে দেখুনতো, এই উল্টোপাল্টাগুলো থেকে কবে রেহাই মিলেছে আপনার !
ল অব ক্লোজ এনকাউন্টার .. .. ..
আপনার পরিচিত একজনের সাথে ঠিক তখোনই দেখা হয়ে যাবে যখোন আপনি আপনার “লাইলী”কে নিয়ে সবার অগোচরে আরাম করে রিক্সায় ঘুরতে বেড়িয়েছেন ।
ল অব মেকানিক্যাল রিপেয়ার.. …
যখন আপনার হাত তেল বা গ্রীজে মাখামাখি ঠিক তখোনই দেখবেন আপনার নাকটি চুলকোচ্ছে অথবা আপনার হিসু পেয়েছে ……………..
ল অব ওয়র্কশপ .. .. ..
যখনই আপনার হাত ফসকে বল্টুটি নীচে মেঝেতে পড়ে যাবে, দেখবেন সেটা এমোন এক কর্ণারে গিয়ে ঢুকবে যেখানে আপনার হাত যাচ্ছেনা ……………..
ল অব প্রোভাবিলিটি .. .. ..
আপনার উপর নজরদারির সম্ভাবনা ঠিক আপনার আহাম্মকী কাজের সমানুপাতিক ।
ল অব টেলিফোন .. .. ..
যে টেলিফোন নম্বরটিতে আপনি ভুল করে রিং দিয়েছেন, দেখবেন সেটি কখোনই ব্যস্ত নয় । অথচ প্রয়োজনীয় নম্বরটি কাজের সময় সারাক্ষন এনগেজড ।
ল অব অ্যালিবাই .. .. ..
যেদিন আপনি আপনার দেরীতে অফিসে আসার কৈফিয়ত দিতে গিয়ে বলবেন যে, আপনার গাড়ীর চাকাটি পথে ফেঁসে গেছিলো, দেখবেন ঠিক তার পরদিনই অফিসে আসতে আপনার গাড়ীর চাকাটি ঠিকই ফেঁসে গেছে ।
ল অব ভেরিয়েশন .. .. ..
আস্তে আস্তে এগুচ্ছে বলে অসহ্য হয়ে যেই আপনি এতোক্ষন ধরে আসা ট্রাফিক লেনটি পাল্টে অন্য লেনে ঢুকে পড়বেন , দেখবেন ঠিক তখোনই আপনার ছেড়ে আসা ট্রাফিক লেনটি দ্রুত চলতে শুরু করেছে ।
ল অব বাথ .. .. ..
যখোনই শাওয়ারটি ছেড়ে আপনি বেশ মৌজে স্নান করতে শুরু করবেন, দেখবেন ঠিক তখোনই আপনার টেলিফোন সেটটি নয়তো বাসার কলিং বেলটি বাজতে শুরু করেছে ।
ল অব থিয়েটার .. .. ..
থিয়েটারে ঢুকে আয়েশ করে “আইল” এর ধারের সীটে বসেছেন, দেখবেন সবসময়ই আপনার সীট থেকে দুরবর্তী সীটধারী সবশেষে এসে হাজির হয়েছেন । আপনাকে পথ ছাড়তেই হবে ।
ল অব টী অর কফি .. .. ..
গরম গরম এককাপ চা বা কফি নিয়ে কাজের টেবিলে মাত্র বসেছেন, দেখবেন ঠিক তখোনই আপনার বস আপনাকে ডেকে পাঠিয়েছেন এবং চা বা কফি ঠান্ডা না হওয়া পর্য্যন্ত তার হাত থেকে আপনার ছাড়া মিলছেনা ।
ল অব পাবলিক টয়লেট .. .. ..
হিসু করবেন বলে একপ্রান্তের নিরিবিলি একটি কিউবিক্যলে ঢুকেছেন, দেখবেন তখোনই আর একজন অন্য কিউবিক্যল ফাঁকা থাকলেও একটা বোকা বোকা হাসি দিয়ে ঠিক আপনার পাশের কিউবিক্যলে ঢুকে পরেছেন ।
ল অব ফলিং অবজেক্ট .. .. ..
যখোনই আপনার হাত ফসকে একদিকে জ্যাম-জেলী মাখানো রুটিটি মাটিতে পড়বে, দেখবেন জ্যাম-জেলী মাখানো দিকটিই ঠিকঠিক মাটিতে পড়েছে । এর আর এদিক সেদিক নেই ।
ল অব ডিমান্ড .. .. ..
যখোনই আপনি কোনও একটি প্রোডাক্ট সবে পছন্দ করতে শুরু করেছেন দেখবেন, দু’দিন পরেই সেটি বাজার থেকে উধাও ।
ল অব ইকোনমিক্স .. .. ..
যেদিন আপনি কিছু বাড়তি টাকা পেলেন, ধরা যাক একটা বোনাস পেলেন আর ভাবলেন একটু ফুর্তি করা যাবে সবাইকে নিয়ে । দেখবেন সেদিনই পরিবারের কেউ না কেউ অসুস্থ্য হয়ে পড়েছে নতুবা আপনার একমাত্র জুতো জোড়া ছিঁড়ে গেছে । অথবা বাসায় নতুন কোনও মেহমান এসেছে, আপনাকে এখ্খনি বাজারে যেতে হবে ।
ল অব ওয়েদার .. .. ..
আজ আকাশটা পরিষ্কার, বৃষ্টির কোনও লক্ষন নেই ভেবে সবে কেনা ধবধবে সাদা শার্টটি গায়ে চড়ালেন আর পলিশ করা জুতো জোড়া পরে কাজে ছুটলেন । দেখবেন, যেতে যেতেই ঝুপ করে বৃষ্টি ।
সব একসা ।
মিলেছে আপনার নিজের সাথে ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।