কোন কিছুতেই চরমপন্থা পছন্দ করিনা।
যতাে বড় বাঘ তার চেয়ে বড় র্গজন। খাওয়ার চেষ্টা তার চেয়েও বড় মহিষ। এমন অপরণিত কাজের ফলাফলও হলাে যথারীতি।যুদ্ধাপরাধরে রায়ের আগেই ফাঁসি হয়ে গেল (মানবতা বিরোধী বিচারের রায়ের জন্য অপেক্ষমান) মতউির রহমান নিজমীর। ট্রাইব্যুনালরে জন্য কাজটা এখন আরও সহজ হয়ে গেল। ক্ষমতার রাজনীতিতে এগুলাে নিত্যনৈমত্তিক। কথাটা হয়তাে বেমালুম ভুলে গিয়েছিলেন তারা। বামন হয়ে চাঁদ ধরতে চাওয়ার ফলও তাই হলাে এবার। এবার বামনের জীবনটাই শেষ!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।