আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতা(চির সঙ্গিনী)

ঐ আধার রাতের সঙ্গীনী হয়ে থাকো গো জীবন ভরে, তবে আধারের পরে আলের সুর্য রেখ জীবনেতে ধরে। তবে রেখ হাসির ঐ স্রত, নব পল্লব যেন তোমাতে থাকিয়া করে নবীনের বোধ। আমি থাকিবো তোমার সাথে, ঐ চির বসন্ত হয়ে। তবু প্রীয়া হে তোমারে বলি, তুমি হয়ো নাক চোরাবালী। আমি পারবোনা সামলাতে, এই মনের কথাটি বলি। নিসঙ্গ এ দুপুরে হও সঙ্গীনি তুমি নেই, নাও থাকিযাছো য়াছো জানি তবু থাকি জেন তোমাতেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.