নেশার লাটিম ঝিম ধরেছে চোখের তারায় রঙ জমেছে এখন কোন দুঃখ নেই নেই কোন ভাবনা এমনি করেই দিন যদি যায়, যাকনা. এবারের ঈদে কারচুপির মাধ্যমে পোষাক শিল্পে জড়িতরা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যারা কোন পোস্ট পেলেই রেফারেন্স জন্য হাহাকার শুরু করে তারা দেখুন এইখানে Click This Link কারচুপির করে শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিস এর মাধ্যমে ঐতিহ্যবাহী ‘যশোর স্টিচ’ বা নকশি পোশাকের স্থান দখল করে নিয়েছে । ‘হস্তশিল্পের বাজার’খ্যাত যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের রং ফ্যাশন ব্যাংকের স্বত্বাধিকারী তনুজা রহমান প্রথম আলোকে জানান, নকশি শাড়ি, যা গত বছর ছিল ৬৫০ টাকা থেকে এক হাজার টাকার মধ্যে এবার কারচুপি করে এক হাজার ৪০০ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি করছেন। শহরের কাপুড়িয়াপট্টির মনসা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী চিন্ময় সাহা প্রথম আলোকে বলেন, ক্রেতারাও এবার কারচুপি দিকেই বেশি ঝুঁকেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।