ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। গোপালগঞ্জে ঈদের নামাজ পড়া ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দল মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ১০টায় সদর উপজেলার কাঠি ইউনিয়নের মানিকহার ঈদগাহ ময়দানে এ ঘটনা ঘটে।
আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কাঠি ইউনিয়নের চেয়ারম্যান, মেজবাহ চৌধুরী বাংলানিউজকে জানান, মানিকহার গ্রামের সারোয়ার কাজী প্রতিবেশী টুকু কাজীর কাছে ৪ হাজার টাকা পান।
এ নিয়ে উভয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছে।
বুধবার সকালে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে গেলে সারোয়ার কাজী তার কাছে টাকা চান।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ৪ জন আহত হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
তবে পরিস্থিতি এখন শান্ত।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।