গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, সোমবার সকালে সদর উপজেলার তারগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত হন কমপক্ষে ৩০ জন।
আর খানারপাড় গ্রামে বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন।
তারগ্রামে স্থানীয় কামাল শেখ ও সোবহান মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতদের খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের মধ্যে ঈদের পরদিন থেকেই উত্তেজনা শুরু হয়। এ থেকেই সোমবার সকালে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
ওসি আরো বলেন, সকাল ১০টার দিকে খানারপাড় গ্রামে শুরু হয় অপর সংঘর্ষ।
স্থানীয়রা জানিয়েছেন, মামুন মোল্লার ভাতিজির বিয়েতে মিজান মোল্লাকে দাওয়াত না দেয়ায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই সংঘর্ষ বাধে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।