আমাদের কথা খুঁজে নিন

   

গোপালগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জন নিহত

বৃহস্পতিবার  টুঙ্গিপাড়া উপজেলার  গোপালপুর, পাকুরতিয়া, সদর উপজেলার তেলিভিটা ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন-  টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের গোপাল ব্যানার্জির ছেলে পিযূষ ব্যানার্জি ওরফে কৃষ্ণ ও পাকুরতিয়া গ্রামের সালাম শেখের ছেলে সরকারি জিটি  উচ্চ  বিদ্যালয়ের  ১০ম শ্রেণির  ছাত্র সজিব শেখ (১৫),  খুলনার কয়রা উপজেলার শেওড়া গ্রামের মৃত ফকির চন্দ্র মিন্ত্রীর ছেলে পরিতোষ মিন্ত্রী (৪৫) ও সাতক্ষীরার আশাশুনী উপজেলার একশিরা গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে বাশার মোড়ল (২৬)।
টুঙ্গিপাড়া  থানার  ওসি  হাবিবুল্লাহ  সরকার  জানান, সকালে গোপালপুরে বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটার সময় সজিব ও ধান কাটার সময়  বজ্রপাতে পিযূষ মারা যায়। আহত হয় এক শিশু।
সদর উপজেলার বৌলতলী পুলিশ  ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুমন ভক্ত জানান, বজ্রপাতে তেলিভিটায় ধান কাটার সময় ধানকাটা শ্রমিক পরিতোষ ও বাশার  মারা যায়। এ সময় আহত হয় আরো দুইজন।
এছাড়া বজ্রপাতে কোটালিপাড়ার উত্তরপাড় গ্রামের মোকসেদ  (১৬), সিতাইকুন্ড গ্রামের এমদাদুল ফকির (১৪) ,কোনেরভিটা গ্রামের আরতি বাড়ৈ (৩৫) ও গোপালপুর গ্রামের হৃদয় (১১) আহত হয়ে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি  হয়েছে বলে জানান কোটালিপাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.