শনিবার দুপুরে সদরের বেদগ্রাম ও ঘোষেরচরের মধ্যে এ সংঘর্ষে আহতদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ কয়েরক রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক ( তদন্ত) সেলিম রেজা জানান, সকালে শহরের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে ঘোষেরচর গ্রামের সাইফুল মোল্লা ও ইমরুল মিয়াকে বেদগ্রামের রিপন ও সোহাগ কুপিয়ে আহত করে।
এ ঘটনার জের ধরে দুপুর পৌনে ১টার দিকে দুগ্রামের লোকজন কলেজ চত্বর ও পোস্ট অফিস মোড়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে এনটিভির গোপালগঞ্জের স্টাফ রিপোর্টার মাহবুব হোসেন সারমাতসহ অন্তত ১৫ জন আহত হন।
সারামাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।