সোমবার বিকালে উপজেলার চরমানিকদহ গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, গ্রামের সাফায়েত মোল্লা ও নুরু মোল্লার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। বিকালে দুই পক্ষের লোকজন প্রথমে কথা কাটাকাটি ও পরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এ সময় এক শিশুসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত শাহাবুল মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী অনন্যা আলমগীর ওরফে বৈশাখীসহ ৩ জনকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।