আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইন

সানি আজকে সকালে ঘুম থেকে উঠেই এটা পেলাম. . আধা ঘণ্টা চেষ্টা করার পরে আমি পৃথিবীর অন্যতম ২% (আইনস্টাইনের মতে) মানুষের মধ্যে চলে গেলাম. . এখন তোমাদের পালা. . এটি একজন মহা জ্ঞানী ব্যক্তির আবিষ্কৃত ধাঁধার আলোকে তৈরি। এর মূল সংস্করনটি আইনস্টাইনের ধাঁধা হিসাবে পরিচিত। তাঁর দাবি অনুসারে পৃথিবীর মাত্র ২% লোক এই ধাঁধার সমাধান করতে পারবেন। দেখি তুমি ২% এর মধ্যে আছো কিনা। এক গ্রামের ৫ জন ছেলে পাশাপাশি ৫ রঙ এর পাঁচটি ঘর বানাল।

এদের ঘরের রঙ, পছন্দের পানীয়, প্রিয় পালিত পশু/প্রানী সবই পরস্পর থেকে আলাদা। এরা সবাই আবার স্কুলে আলাদা আলাদা শ্রেনীর ছাত্র। এদের ব্যপারে নিচে আরো তথ্য দেয়া হলঃ ১) শাম লাল ঘরে থাকে; ২) মধু হাস পালে; ৩) যদু চা খেতে পছন্দ করে; ৪)সাদা ঘরটি সবুজ ঘরের বাম পাশে রয়েছে, ৫) সবুজ ঘরের মালিক লেবুর শরবত পছন্দ করে; ৬) ক্লাস সেভেনে যে পড়ে সে ছাগল পোষে; ৭) হলুদ বাড়ির ছেলেটি পড়ে ক্লাস সিক্সে; ৮) যে ছেলেটির ঘর মাঝখানে সে দুধ খেতে পছন্দ করে; ৯) চাদু থাকে প্রথম ঘরে; ১০) যে ছেলেটি এইটে পড়ে তার এক প্রতিবেশী মুরগী পোষে; ১১) আর গরু যে পোষে তার পাশের বাড়ির ছেলেটি পড়ে সিক্সে; ১২) নাইনে যে পড়ে তার খুব পছন্দ ডাবের পানি; ১২) রাম পড়ে ক্লাস টেনে; ১৩) চাদুর ঘরটি নীল ঘরের পাশে; ১৪) এইটে যে পড়ে তার পাশের একটি ছেলে পানি ছাড়া আর কোন পানীয় পছন্দ করে না। এদের মধ্যে কে মাছের চাষ করে/পছন্দ করে? কেবল নাম বললে হবে নাঃ চার্ট পূরন করে দিতে হবে। তা নাহলে ঠিক ঠিক ভাবে উত্তরে পৌছান হল তা বোঝা যাবে না।

যেমনঃ করিম-কালো-কোক-পাখি-ক্লাস ১০ দেখি আমার ফ্রেন্ড লিস্টে কয়জন আইনস্টাইন আছে. . ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।