কিছু বলার মত নাই ভাই। এখনো বেকার ভালো না লাগলে দোষ নাই কিন্তু।
১। একলোক প্লাস্টিকের পাইবে কুকুরের লেজ ঢুকাচ্ছে। তাদেখে একপথিক বলে উঠলো "আরে পাগল তুই জানিসনা কুকুরের লেজ কখনও সোজা হয়না॥" "আরে আমি কি তোরমত বলদ, আমিতো পাইব বাকা করতাছি।
২। বুড়ো মকবুলের কথা মনে আছে??
সেই বুড়ো মকবুল
জীবনে প্রথম থানায় গিয়ে নোটিশ
বোর্ডে কয়েকটি ছবি দেখে
জিজ্ঞেস করলো "এইগুলা কাদের ছবি?"
অফিসার বলল," আসামীর ছবি,এদের
গ্রেফতার করতে হবে"
মকবুল আলী একটু ভেবে ক্রুদ্ধ কন্ঠে,"
ছবি তোলার সময় গ্রেফতার করলেন
না কেন?"
৩। একদা একদিন!!
ছেলেটি মেয়েকে PROPOSE করলো। । মেয়েটি মানা করে দিলো।
।
ছেলেঃ "রাজি না হলে ৩০ দিন তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবো!!"
মেয়েটি ৩০তম দিনে রাজি হয়ে ছেলেটিকে বলল, "I love U too!!"
ছেলে উত্তর দিলোঃ "যাও ভাগো!! তোমার পড়শির সাথে প্রেম হয়ে গেছে!
৪। এক লোক সব সময় ক্রিকেট নিয়ে মেতে থাকেন। একদিন তার বউ গোমড়া মুখে বললেন_ আচ্ছা, তুমি যেভাবে সারাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে থাক, জিজ্ঞেস করলে আমাদের বিয়ের তারিখটা ঠিকমতো বলতে পারবে বলে মনে হয় না!
বউয়ের এমন অপমানজনক কথা শুনে লোকটি লাফিয়ে উঠে বলল_ ছি, ছি, তুমি আমাকে কী মনে কর! আমি কি এত পাগল যে বিয়ের তারিখ ভুলে যাব? ঠিকই মনে আছে। যে বার শ্রীলংকা আর ভারতের খেলায় টেন্ডুলকার এগারো রানের মাথায় মুত্তিয়া মুরালিধরনের বলে আউট হয়ে গেলেন, সেদিনই তো আমাদের বিয়ে হলো!
আর কোন জোকস না।
এবার একটু মজা।
বাংলা ছিঃনেমা "আমি তোমাকে বালুবাসি" এর একটি গান -
"পরে না চোখের পলক
কি তোমার pro pic এর ঝলক
দোহাই লাগে pic টা তোমার একটু hide কর
আমি জ্ঞান হারাব
Deactivated হব
log in করাতে পারবে না কেউ"
কেমন লাগলো?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।