আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফটের কান্ড দেখে হাসতেই আছি, হাসতেই আছি



চেখে দেখার জন্য দিয়েছি উইন্ডোজ সেভেন সেটাপ। এইটা ঐটা নানান কিছু দেখার পর মনে হল একটু ইন্টারনেট এক্সপ্লোরার দেখি। নতুন ভার্সন কেমন করল। প্রোগ্রাম চালু হবার পর ইন্টারনেটে কানেক্টেড হওয়ার সাথে সাথে দেখি উইণ্ডোজ ফায়ারওয়ালের অ্যালার্ট!!! দেখেন অবস্থা, হাসতে হাসতে ল্যাপটপ নিয়া পইড়া গেছি। ল্যাপটপ ভাগ্ঙলে মাইক্রোসফট দায়ী মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপ্লোরার কে ব্লক করেছে তাদের নিজেদেরই ফায়ারওয়াল। নিজের প্রোগ্রামের সিকিউরিটি নিয়ে নিজেরাই সন্ধিহান। যেহেতু উইন্ডোজ ফায়ারওয়ালে ইউজারকে ম্যানূয়ালী এটাকে অ্যালাউ করা লাগছে তাই মাইক্রোসফট দায়দ্বায়িত্ব থেকে মুক্ত! আপনি নিজেই তো অ্যালাউ করেছেন, তারা তো ব্লকই করেছিল !!! আহারে কি যুক্তি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.