আমাদের কথা খুঁজে নিন

   

আগামী বছর আধিপত্য করবে স্মার্টওয়াচ

আগামী বছরেই বাজারে আসবে বেশকিছু প্রতিষ্ঠানের স্মার্টওয়াচ। এসব প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে টেক জায়ান্ট অ্যাপল, ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং ও প্রযুক্তিপণ্য নির্মাতা সনির মতো খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোও। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের উদ্ধৃতি দিয়ে ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৪ সালের শেষ নাগাদ বাজারে আধিপত্য বিস্তার করবে স্মার্টওয়াচ।
ক্যানালিসের সর্বশেষ গবেষণা অনুযায়ী, স্মার্টওয়াচ বিক্রেতারা ২০১৪ সালের শেষ প্রান্তিকে ৫০ লাখেরও বেশি ইউনিট বাজারজাত করবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছরে বাজারে যেসব স্মার্টওয়াচ আসবে, সেগুলোর বেশিরভাগেই ‘গ্লেন্সেবল’ ফিচারের মতো গুরুত্বপূর্ণ ফিচার এবং ওয়েব সেবার সুযোগ থাকবে। ক্যানালিস মনে করছে এ বিষয়গুলোই স্মার্টওয়াচকে আরও বেশি চাহিদাসম্পন্ন পণ্যতে পরিণত হতে সাহায্য করবে।
গবেষণা প্রতিষ্ঠানটির সহ-সভাপতি এবং প্রধান গবেষক জানান, ইলেকট্রনিক ভোক্তাদের কাছে আইপ্যাড যেভাবে ট্যাবলেটের বাজার তৈরি করেছিল, ঠিক সেভাবেই স্মার্টওয়াচও একটি গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠবে। এ ছাড়াও তিনি জানান, স্মার্টওয়াচকে কেন্দ্র করে সফটওয়্যার ডেভেলপাররাও পণ্যটির জন্য নতুন অ্যাপ্লিকেশন লিখতে পারবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।