আমাদের কথা খুঁজে নিন

   

দুর্নীতিমুক্ত দেশ চাই

সহস্র সালাম দুর্নীতিবিরোধী "যোদ্ধা" সমাজকর্মী আন্না হাজারেকে। তিনি দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ও আমরণ কর্মসূচি শুরু করেছেন তা শুধু ভারতের জনগণকেই নয়, জাগিয়ে তুলেছে সারা বিশ্বকে। তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে, চোরের সাত দিন, সাধুর এক দিন। তাঁর অনুপ্রেরণায় উত্সাহিত হয়ে পাকিস্তানের মানবাধিকার কর্মী জাহাঙ্গীর আলম পাকিস্তানে দুর্নীতি বন্ধের জন্য সংগ্রাম ও ধর্মঘট শুরু করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে রেলওয়ে, স্বাস্থ্য সহকারী, প্রাইমারি, ফুড, নিয়োগ পরীক্ষা সর্বত্রই দুর্নীতি ও স্বজনপ্রীতি ভয়াবহ আকার ধারণ করেছে। এ অবস্থা চলতে দিলে জাতিকে চরম মূল্য দিতে হবে। তাই আসুন, আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করি। দুর্নীতি ও হয়রানি বন্ধে শিক্ষাভবনে অভিযোগ বাক্স স্থাপনে শিক্ষামন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে আমরা এগিয়ে আসি। আমাদের উদ্যোগই পারে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.